• ‘‌একটা অফিসার কালকে বদমাইশি করেছিল’‌, বিশ্বকর্মা পুজোর ছুটি বিতর্কে তোপ মমতার
    হিন্দুস্তান টাইমস | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজ, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের বিরাট সভা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর তার জেরে কর্মী–সমর্থকরা ব্যাপক ভিড় করেন। আর এখান থেকেই ছুটি বিতর্কে কলকাতা পুরসভার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদেরও দেন কড়া জবাব। কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের ছুটির নোটিশ এখানে মুখ্য বিষয়। ওই নোটিশে কলকাতা পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে ইদের জন্য দু’‌দিন ছুটি দেওয়া হয়। যা নিয়ে বিতর্কের সূত্রপাত। কারণ বাতিল করা হয় বিশ্বকর্মা পুজোর ছুটি। বিরোধীরা সেটি নিয়ে সরব হন। তখন আবার নোটিশ জারি করে পুরনো নোটিশ বাতিল করা হয়। আর এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, বিশ্বকর্মা পুজোর ছুটি দেওয়া হয়নি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।

    এদিকে বুধবার এই বিতর্কিত নোটিশের দিনে শোকজ করা হয় সংশ্লিষ্ট অফিসার সিদ্ধার্থ শঙ্কর ধারাকে। আজ, বৃহস্পতিবা সাসপেন্ড করল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন নির্দেশিকায় সাফ জানিয়ে দেন, ভবিষ্যতে পুরকর্তাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে। সেখানে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সভা থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে। কিন্তু স্কুলগুলি ছুটি থাকে। কোনও একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল। সে সাসপেন্ড হয়ে গিয়েছে পুরসভা থেকে। কোনও ছুটি বাতিল করা হয়নি। মিথ্যে কথা। বিজেপির কিছু চুনোপুঁটি নেতা থেকে রুই কাতলা টাকায় চলে এজেন্সি দিয়ে।’‌


    অন্যদিকে দু’‌দিন আগে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে উল্লেখ করা হয়, কলকাতা পুরসভার হিন্দি মাধ্যম স্কুলগুলিতে ইদের ছুটি দু’‌দিন দেওয়া হবে। আর ৩১ মার্চ এবং পয়লা এপ্রিল ইদের ছুটি থাকবে। বিশ্বকর্মা পুজোর দিন কোনও ছুটি থাকবে না। সেই ছুটিই ইদের ছুটির সঙ্গে যুক্ত করে দু'দিন ছুটি দেওয়া হল। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। এবার সেটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌কলকাতা পুরসভার ঘটনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এক অফিসার ইচ্ছাকৃত ভাবে অনৈতিক কাজ করেছেন।’‌

    আর তার জেরেই তৈরি হচ্ছে সমস্যা। বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, ‘‌সারা দেশে ইদের ছুটি একদিন। অথচ কলকাতায় বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদের ছুটি দুদিন করা হল। আমরা কি বাংলাদেশে বসবাস করছি নাকি?’‌ এই নিয়ে বিতর্ক শুরু হতেই তৎপর হয় কলকাতা পুরসভা। তড়িঘড়ি সংশোধনী নোটিশ দিয়ে বলা হয়, আগের নোটিশ টাইপ করার ক্ষেত্রে কিছু ভুল হয়েছিল। আর একটি পৃথক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়েই এই নোটিশ ইস্যু করা হয়েছিল। বিতর্কিত নোটিশ বাতিল করা হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)