• রাত পোহালেই ভূতুড়ে ভোটার ধরতে নামছে কোর কমিটি, তালিকা প্রস্তুত করলেন মমতা
    হিন্দুস্তান টাইমস | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজ, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের বিরাট সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর তার জেরে সকাল থেকেই দলে দলে কর্মী–সমর্থকরা ভিড় করেছেন। আর এখান থেকে একদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সর্বস্তরে ‘ঝাঁকুনি’ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের বৈঠক থেকেই বিধানসভার লক্ষ্যে দলের সুর বেঁধে দিলেন তিনি। ভোটার তালিকা সংশোধন, সংযোজনের প্রক্রিয়ায় কী ভাবে কাজ করতে হবে, সেই সংক্রান্ত বার্তাও দিলেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার এই সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কমিটি গঠন করে দিলেন। কারা থাকবেন সেই কমিটিতে সে তালিকাও প্রকাশ করলেন।

    এদিকে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কানায় কানায় ভরেছিল। আর তার মধ্যেই ভোটার তালিকায় কারচুপি ধরতে প্রত্যেক জেলায় কোর কমিটি গড়ার কথা ঘোষণা করলেন তৃণমূলনেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওই কমিটি ভোটার তালিকা নিয়ে কাজ করবে। তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। জেলা থেকে ওই কমিটির কাছে রিপোর্ট আসবে। ওই কমিটি কাজ না করলে প্রয়োজনে নিজে ‘ভূতুড়ে’ ভোটার বাছাইয়ের কাজ করব। আমি নির্বাচন কমিশনকে খুব সম্মান করতাম। জানেন সদ্য কে নির্বাচন কমিশনার হয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর সচিবকে করেছে মুখ্য নির্বাচন কমিশনার। এই কমিশন বিজেপির সেটিং করা।’‌


    অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভরা সভায় জানান, ভোটার তালিকা সংশোধন করার কাজে একটি কোর কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। ওই কোর কমিটির সদস্যদের মধ্যে প্রত্যেকদিন ৪ জন করে অফিসে বসবেন। তাঁরা এই ‘‌ভূতুড়ে ভোটার’‌ কার্ডের বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখবেন। রাত পোহালেই শুক্রবার। আর আগামীকাল থেকেই শুরু হবে এই খতিয়ে দেখার কাজ। কোর কমিটি যদি সমস্যা সমাধান করতে না পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টি দেখবেন বলেও জানিয়ে দিয়েছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি বাংলায় দুটি এজেন্সিকে পাঠিয়েছে। যারা একই এপিক নম্বরে বেশ কয়েকটি নাম জুড়ে দিচ্ছে।

    আর তার জেরেই তৈরি হচ্ছে সমস্যা। সদ্য চম্পাহাটি এলাকায় সাড়ে চার হাজার ভূতুড়ে ভোটার ধরা পড়েছে। যাঁরা ওই জেলার বাসিন্দা বা ভোটার কোনওটিই নয়। তাই আজ সুব্রত বক্সির নেতৃত্বে ওই কোর কমিটি কাজ করবে বলে জানিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিকের মতো দুঁদে নেতারা। তার সঙ্গে থাকবেন উত্তরবঙ্গের বিধায়ক উদয়ন গুহ, জগদীশ বসুনিয়া থেকে শুরু করে মমতাবালা ঠাকুর, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আরও কয়েকজন বিধায়ক–সাংসদ। বীরভূমের ক্ষেত্রে সেটা হচ্ছে না, কারণ সেখানে পৃথক কোর কমিটি রয়েছে। তারাই সুব্রত বক্সির কাছে রিপোর্ট পাঠাবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)