নেত্রীর নির্দেশ পেয়ে মার্চের তিন তারিখ বর্ধিত সভা ডাকল কোচবিহার তৃণমূল
বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের প্রস্তুতি তুঙ্গে। আগামী সোমবার বেলা ৩টেয় কোচবিহার জেলা তৃণমূল বর্ধিত সভা করতে যাচ্ছে। রবীন্দ্রভবনে সেই সভা হবে। জেলায় ভোটার তালিকায় ভিনরাজ্যের ভূতুড়ে ভোটারের নাম ঢুকে রয়েছে কি না, থাকলে কোন কোন এলাকায় আছে, কত সংখ্যায় রয়েছে এসব একেবারে তৃণমূল স্তর থেকে খতিয়ে দেখা হবে। আর সেই কাজকে সফল করতে বুথ স্তর থেকে ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে এজন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো বিষয়টি দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক দেখবেন।
দল জানিয়েছেল সমস্ত স্তরের কর্মীকে নিয়েই এই কাজ করা হবে। তার আগে আগামী সোমবার রবীন্দ্রভবনে দলের বর্ধিত সভায় কোচবিহারের সাংসদ, দলের বিধায়ক, মন্ত্রী, জেলা পরিষদের সকল সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, ব্লক সভাপতি, ছাত্র, যুব, মহিলা, আইএনটিটিইউসি, সংখ্যালঘু সেল, এসসি-ওবিসি সেল, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠন, উদ্বাস্তু সংগঠন, কৃষক সংগঠনের জেলা সভাপতি ও ব্লক সভাপতি সহ শহর ও গ্রামীণ এলাকার সমস্ত নেতৃত্বকে নিজ নিজ এলাকার প্রাপ্ত ভোটার তালিকার স্ক্রুটিনি রিপোর্ট বুথ সভাপতি বা দলের পঞ্চায়েত সদস্যদের থেকে সংগ্রহ করে নিতে বলা হয়েছে।
ওই সভার পরে ১০ মার্চ পর্যন্ত চূড়ান্ত সময় দেওয়া হয়েছে। তাই অঞ্চল সভাপতিদের ৪-৫ মার্চ নিজ নিজ অঞ্চল কমিটির মাধ্যমে বুথ সভাপতি ও পঞ্চায়েতদের নিয়ে সভা ডাকতে বলা হয়েছে। ব্লক সভাপতিদের এই স্ক্রুটিনি রিপোর্টের ওপর নজর রাখতে বলা হয়েছে। প্রত্যেক অঞ্চল সভাপতিকে রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে, এলাকায় কতগুলি ভুয়ো নাম ওই অঞ্চলে যুক্ত হয়েছে।
জেলা সভাপতি বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৩ মার্চ বেলা ৩টের বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। সকলকে সঠিক সময় উপস্থিত হতে বলা হয়েছে। জেলায় ভোটার তালিকার সার্বিক রিপোর্ট রাজ্য নেতৃত্বের কাছে ১০ মার্চের মধ্যে জমা দিতে হবে। সেই লক্ষ্যেই সকলকে কাজ করতে হবে।
মন্ত্রী উদয়ন গুহ বলেন, আমরা সবাই মিলেই এই স্ক্রুটিনির কাজ করব। সকলকে নিয়েই এই কাজ হবে। একেবারে জল ছাড়া, শুকনো, ঝরঝরে ভোটার তালিকা তৈরি করাই আমাদের লক্ষ্য। এমপি বলেন, জেলায় ৩ মার্চের বৈঠকে আলোচনা করেই সবকিছু করা হবে।