• মাটি খুঁড়তে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা,   রাজারহাটে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের
    বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মাটি খুঁড়তে গিয়ে মাটির নীচেই চাপা পড়লেন দুই নির্মাণ শ্রমিক। একজনকে দ্রুত উদ্ধার করা গেলেও দু’ঘণ্টা মাটির নীচে চাপা থাকায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক শ্রমিকের। বৃহস্পতিবার রাজারহাট চৌমাথা সংলগ্ন একটি নির্মীয়মাণ বহুতল প্রকল্পের ভিতরে এই ঘটনা ঘটেছে। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত নির্মাণ শ্রমিকের নাম অভিজিৎ মণ্ডল (৪০)। তাঁর বাড়ি ভাঙড়ের মঙ্গলপুর এলাকায়। এই ঘটনায় শ্যাম মণ্ডল নামে আরও একজন শ্রমিক জখম হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য অভিজিতের মৃত্যুর খবর আসতেই শোকে ভেঙে পড়েন বাড়ির সদস্যরা। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কেন তাঁকে মাটির নীচে কাজ করতে পাঠানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।


    রাজারহাট চৌমাথা ছাড়িয়ে মেন রোড ধরে কামদুনির দিকে কিছুটা এগলেই এই নির্মীয়মাণ হাইরাইজ বিল্ডিং চোখে পড়বে। ঠিকাদারের অধীনে এখানে প্রচুর নির্মাণ শ্রমিক কাজ করছেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রমিকদের ব্যবহারের জন্য প্রকল্প এলাকার ভিতর মাটি খুঁড়ে পাতকুয়ো তৈরি করা হচ্ছিল। অভিজিৎ, শ্যাম সহ চারজন সেখানে কাজ করছিলেন। অভিজিৎ নীচে মাটি খুঁড়ছিলেন। শ্যাম ছিলেন কিছুটা উপরের দিকে। কাজ চলাকালীন আমচকা সেখানে ধস নামে। অভিজিৎ প্রায় ৩০ ফুট নীচে মাটিতে চাপা পড়ে যান। কিছুটা উপরে চাপা পড়েন শ্যামও। তবে, শ্যামকে কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


    খবর পেয়ে রাজারহাট থানার পুলিস, বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। জেসিবি মেশিন দিয়ে মাটি খোঁড়া হয়। প্রায় দু’ঘণ্টা পর অভিজিৎকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু, মাটি খুঁড়তে গিয়ে ধস নামল কী করে? স্থানীয়দের দাবি, নিচু জমি ভরাট করে এই প্রকল্প তৈরির কাজ চলছিল। বালিমাটি হওয়ায় তা আলগা হয়ে যায়। তা থেকেই হঠাৎ 


    ধস নামে।
  • Link to this news (বর্তমান)