• বিয়ের ছুটিতে যাওয়ার আগে সার্ভিস রিভলভার চালিয়ে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের? চুঁচুড়ায় শোরগোল
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সাতসকালে গুলির আওয়াজে কেঁপে উঠল হুগলির চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল। সূত্রের খবর,  ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের উপর নজরদারির দায়িত্বে থাকা কনস্টেবল সার্ভিস রিভলভার থেকে গুলি ছুড়ে আত্মহত্যার চেষ্টা করেন শুক্রবার সকালে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি হিমাংশু মাঝি নামে ওই কনস্টেবল। তাঁর বাড়ি বাঁকুড়ায়। চন্দননগর পুলিশ লাইনের ব্যারাকে পোস্টিং ছিল তাঁর। বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বন্দিদের উপর নজরদারির দায়িত্বে ছিলেন। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। কী কারণে তাঁর এই পদক্ষেপ, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

    জানা গিয়েছে, এ দিন ভোর পাঁচটা নাগাদ হিমাংশুর সঙ্গে কর্মরত এক পুলিশকর্মী শৌচালয়ে গিয়েছিলেন। সেই সময়েই আচমকা গুলির শব্দ শোনা যায়। হাসপাতালের কর্মীরা গিয়ে দেখেন, মাথায় গুলি লেগেছে হিমাংশুর। তড়িঘড়ি তাঁকে আইসিইউ-তে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সার্ভিস রিভলভার থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। যদিও এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা। 

    ৩ মার্চ বিয়ে ছিল হিমাংশুর। বাঁকুড়ায় নিজের দেশের বাড়ি যাওয়ার জন্য শুক্রবার থেকেই ছুটি নিয়েছিলেন তিনি। তার আগে এই দুর্ঘটনা। পুলিশের পদস্থ আধিকারিকরা জানাচ্ছেন, ছুটি নিয়ে কোনও সমস্যা ছিল না হিমাংশুর। সেক্ষেত্রে কেন এই চরম পদক্ষেপ? খতিয়ে দেখছে পুলিশ। খবর দেওয়ার হয়েছে তাঁর পরিবারের সদস্যদের। 

  • Link to this news (এই সময়)