রক্তচাপ মাপার নাম করে হাসপাতালে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ, হাড়োয়ায় বিক্ষোভ
আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের রোগীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের পর এবার হাড়োয়া গ্রামীণ হাসপাতাল। রক্তচাপ মাপার নাম করে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার হাড়োয়া গ্রামীণ হাসপাতালের কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর শাস্তির দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বাসিন্দারা বিক্ষোভ দেখান। পুলিশ ইতিমধ্যেই ওই স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতা নিয়ে ওই কিশোরী বৃহস্পতিবার হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার ভোরবেলা হাসপাতালের এক কর্মী তাঁর রক্তচাপ মাপতে গিয়েছিলেন। রক্তচাপ মাপা শেষ হওয়ার পর ওই কর্মী চলে যান। কিছুক্ষণ পর তিনি আবার ওই কিশোরীর কাছে আসেন। ফের রক্তচাপ মাপা হবে বলে তাঁকে তিনি ডেকে অন্য ঘরে নিয়ে যান। অভিযোগ, সেখানে নিয়ে ওই স্বাস্থ্যকর্মী কিশোরীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকেন। তাকে ধাক্কা মেরে ওই কিশোরী চলে আসার চেষ্টা করে। স্বাস্থ্যকর্মী তাঁকে ঘরে আটকে দেন বলে অভিযোগ। এরপরই কিশোরী চিৎকার শুরু করে। তখন ওই স্বাস্থ্যকর্মী ভয়ে সেখান থেকে পালিয়ে যায়।
ওয়ার্ডে ফিরে এসেই ওই কিশোরী তাঁর মাকে স্বাস্থ্যকর্মীর কীর্তির কথা বলে। কিশোরীর পরিবারের লোকেরা ওই স্বাস্থ্যকর্মীর শাস্তির দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখান। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা হাসপাতালের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।