• মার্চের শুরুতেই আবহাওয়ায় বড় বদল হতে চলেছে, গরমে পুড়বে এই জেলাগুলি
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফেব্রুয়ারির শেষে আবহাওয়ায় বড় রদবদল হতে চলেছে রাজ্যে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গ থাকবে শুষ্ক।

    হাওয়া অফিস জানিয়েছে, শনিবার অবধি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও উত্তর দিনাজপুরে বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা। সিকিমে তুষারপাতের প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় পড়বে। শুক্রবার তুষারপাতের সম্ভাবনা বেশি রয়েছে। শনিবারের পর তাপমাত্রা বাড়বে উত্তরেও। 

    তবে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। মার্চের শুরুতেই কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বাড়বে গরম। শুধু উপকূল ও গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হবে পরিস্কার।

    হাওয়া অফিস জানিয়েছে, মার্চের শুরু থেকেই দক্ষিণে বাড়বে গরম। প্রথম সপ্তাহেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দিনের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রির কাছাকাছি। 

    হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থানের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও মার্চের শুরুতে নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। 

    আর দক্ষিণে মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৩–৩৪ ডিগ্রি ছুঁতে পারে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি।
  • Link to this news (আজকাল)