মার্চেই ৪০ ডিগ্রি ছাড়াতে পার! হাঁসফাঁস গরমের সতর্কতা IMD-র
আজ তক | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
IMD weather update 2025: মার্চ মাসেই তীব্র গরমে পুড়বে দেশ। তাপমাত্রার পারদ অতীতেত সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়া দফতরের এক আধিকারিক। নাম প্রকাশ না করার শর্তে আবহাওয়া দফতরের (আইএমডি) একজন সিনিয়র কর্তা বলেছেন, এই বছর মার্চ মাস অস্বাভাবিকভাবে গরম হতে চলেছে৷ সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা বেশির ভাগ সময়ই স্বাভাবিকের উপরে থাকবে। শুক্রবার এনিয়ে বিস্তারিত বুলেটিন প্রকাশ করতে পারে আইএমডি।
মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়বে বলে আশা করা হচ্ছে। মাসের শেষ নাগাদ অনেক রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। আইএমডি-র আরেকটি সূত্র জানিয়েছে, মধ্য ও উত্তর ভারতের যে সব রাজ্যে গম চাষ হয়, সেখানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তাই মার্চ মাস গম , ছোলা এবং রেপসিড চাষের জন্য অনুকূল হবে না। এই সমস্ত ফসলের উৎপাদন মার খেতে পারে। কারণ, শীতকালীন ফসল যেমন গম, রেপসিড এবং ছোলার ভাল ফলনের জন্য তাপমাত্রা কম থাকা প্রয়োজন। ২০২২ সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে তাপমাত্রা বৃদ্ধির গমের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে ভারত গম রফতানি নিষিদ্ধ করেছিল।
তাপপ্রবাহ সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত স্থায়ী হয়। তবে মাঝে মাঝে জুলাই পর্যন্ত স্থায়ী হতে পারে। যখন সর্বোচ্চ তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তখন ভারতের উপকূলীয় স্টেশনগুলিকে তাপপ্রবাহে ধরা হয়। তাপপ্রবাহ কেটে গেলেও আগামী কয়েকদিন গরম এবং আর্দ্র আবহাওয়া অব্যাহত থাকবে। আবহাওয়াবিদরা বলছেন, বর্তমান গরম ও আর্দ্র আবহাওয়ার জন্যই কম বৃষ্টিপাত ও শীতকাল কমে যাওয়ার জন্য দায়ী।