স্টেটাস রিপোর্টে সিবিআই আদালতে জানিয়েছে আরজি কর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগের তদন্ত শেষ দিকে। দ্রুত এই বিষয়ে চার্জশিট পেশ করবে সিবিআই। তবে টালা থানার প্রাক্তন আইসির মোবাইল ফোনের সিম এখন ফেরত দেওয়া যাবে না। তাতে তথ্যপ্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা রয়েছে। সিবিআইয়ের এই দাবিকে স্বীকৃতি দিয়েছে শিয়ালদা আদালত। স্টেটাস রিপোর্টে জানানো হয়েছে, ঘৃণ্যতম অপরাধ ধামাচাপা দিতে তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
বলে রাখি, বৃহস্পতিবারই সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি গিয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা - মা। প্রশ্ন উঠছে, সেই চাপেই কি আদালতে সাত তাড়াতাড়ি রিপোর্ট পেশ করল সিবিআই?