বাবা নয়, কাকিমার মা - বাবার কাছে থাকতে চায় ট্যাংরার নাবালক কিশোর
হিন্দুস্তান টাইমস | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
বাবার কাছে নয়, কাকিমার বাবা - মায়ের কাছে থাকতে চায় ট্যাংরাকাণ্ডে আহত নাবালক। ১০ দিনের বেশি হাসপাতালে ভর্তি রয়েছে প্রসূন দের ১৪ বছর বয়সী নাবালক ছেলে। বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। তাদের কাছেই নিজের ইচ্ছার কথা জানায় নাবালক। তবে তাঁরা নাবালককে রাখতে রাজি হবেন কি না সেব্যাপারে কোনও নিশ্চয়তা মেলেনি। শিশু সুরক্ষা কমিশনের তরফে ওই দম্পতিকে রাজি করানোর চেষ্টা চলছে।
শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চট্টোপাধ্যায় জানিয়েছেন, নাবালক তার কাকিমার বাবা - মায়ের কাছে থাকতে চাইছে। ও জানিয়েছে ওর বাবাও ওকে মেরে ফেলতে চেয়েছিল। তাই বাবার সঙ্গে থাকতে নিরাপদ বোধ করছে না ও। বরং কাকিমা রোমি দের বাবা - মা ওকে খুব ভালোবাসেন। তাই তাদের সঙ্গেই থাকতে চায়। ওর নিজের দাদু - দিদা প্রয়াত হয়েছেন। আমরা ওর কাকিমার বাবা - মায়ের সঙ্গে যোগাযোগ করেছি। ওরা কোনও সিদ্ধান্ত জানাননি। আমরা এও জানিয়েছি যে নাবালকের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত তাঁরা ওকে প্রতিপালনের জন্য মাসিক ভাতা পাবেন।
ওদিকে হাসপাতালে একটি ঘরে কার্যত পুলিশি পাহারায় রয়েছে নাবালক। তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। বাবার সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁকে। যার ফলে তাঁর ওপর মানসিক চাপ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন শিশু মনস্তাত্ত্বিকরা। এই অবস্থায় ওই নাবালককে যত দ্রুত সম্ভব সেখান থেকে বার করে আনা উচিত বলে জানিয়েছেন তাঁরা।
ওদিকে শিশু সুরক্ষা কমিশন সূত্রে খবর, অন্যান্য ক্ষেত্রে এই ধরণের শিশুদের সরকারি হোমে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ট্যাংরার এই নাবালক সম্ভ্রান্ত পরিবারে বেড়ে উঠেছে। তার পক্ষে সরকারি হোমের পরিবেশে মানিয়ে নেওয়া প্রায় অসম্ভব। তাই কোনও স্বচ্ছল পরিবারের হাতে নাবালককে তুলে দিতে চাইছে তারা।