• বিয়ের ৪ দিন আগে নিজেকে নিজে গুলি করলেন পুলিশকর্মী
    হিন্দুস্তান টাইমস | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • বিয়ের ৩ দিন আগে কর্তব্যরত অবস্থায় নিজেকে গুলি করলেন একজন পুলিশকর্মী। গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন হিমাংশু মাঝি নামে ২৬ বছরের ওই যুবক। বৃহস্পতিবার রাতে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের লক আপের সামনে ঘটে এই ঘটনা। কেন ওই পুলিশকর্মী নিজেকে লক্ষ্য করে গুলি চালালেন তা জানার চেষ্টা করেছেন পুলিশ আধিকারিকরা।

    জানা গিয়েছে, বাঁকুড়ার হিড়বাঁধ এলাকায় বাড়ি হিমাংশুবাবুর। বছর পাঁচেক আগে রাজ্য পুলিশে চাকরি পান তিনি। ডিউটি ছিল চুঁচুড়া পুলিশ লাইনে। বৃহস্পতিবার ইমামবাড়া হাসপাতালের লক আপের পাহারায় ছিলেন রাজ্য পুলিশের এই কন্সটেবল। সঙ্গে ছিলেন আরও এক পুলিশকর্মী। সহকর্মী শৌচাগারে গেলে হঠাৎ নিজেকে লক্ষ্য করে গুলি চালান হিমাংশু। গুলি লেগেছে তাঁর মাথায়। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁকে ইমামবাড়া হাসপাতালেই ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ মার্চ হিমাংশুর বিয়ে ছিল। সেজন্য শুক্রবার বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগে কী এমন হল যে নিজেকে নিজে গুলি করলেন এই পুলিশকর্মী। উত্তর খুঁজছেন পরিবারের সদসযরাও।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)