• মমতার তোষণনীতি আর ওই বাছুরটাকে তোলার জন্য তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলাম: শুভেন্দু
    হিন্দুস্তান টাইমস | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • তাঁকে গদ্দার বলে আক্রমণ করায় ফের একবর একযোগে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুু অধিকারী। বৃহস্পতিবার অভিষেকের ওই মন্তব্যের জবাবে তিনি বলেন, অভিষেক আমাকে চিহ্নিত করেনি, টার্গেট করেছিল। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছেন বলে ফের স্পষ্ট করেছেন শুভেন্দুবাবু।

    এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মুকুল রায় আর শুভেন্দু অধিকারীকে কবে চিহ্নিত করেছে? সালটা আর মাসটা জানান। ও আমাকে চিহ্নিত করেনি, টার্গেট করেছিল। টার্গেট করেিল কারণ ও বিনয় মিশ্র, প্রতীক দেওয়ান, সুজয়কৃষ্ণ, কুন্তল, শান্তনুদের নিয়ে যে চুরি শুরু করেছিল আমি তাতে বাধা দিয়েছিলাম।’

    শুভেন্দুর আক্ষেপ, ‘তৃণমূল এরকম ছিল না। ২০১১ সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিন্তে পার্টিটা চালাত। ২০১৪ সালে এসে সাজানো বাগান থেকে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবারে ৭০ হাজার ভোটে জিতে যে খেলাটা শুরু করেছেন উনি। ১৬ সালের পর থেকে যত দুর্নীতি, যত অডিয়ো, ভিডিয়ো সব প্রকাশ্যে এসেছে। প্রায় ৩ হাজার কোটি টাকার মালিক। এরকম একটা নাবালক ছেলে। চার্টার্ড ফ্লাইটে ঘুরে বেড়ায়। এই বেয়াদব চোরটার জন্য তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে। আমি তো ২১ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি আর এই বাছুরটাকে যে তুলেছে এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল।’

    বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের মতো গদ্দার নই। আমিই প্রথম এদের চিহ্নিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)