• বিজেপি কেন ওই পচা মালকে নেবে? অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর
    হিন্দুস্তান টাইমস | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে নিতে হবে এমন দুর্দিন পড়েনি ভারতীয় জনতা পার্টির। এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তৃণমূলের বৈঠকে অভিষেক, ‘আমি বিজেপিতে যোগদান করব বলে গুজব ছড়ানো হচ্ছে।’ এই অভিযোগ করার পর একথা বলেন শুভেন্দুবাবু। তাঁর প্রশ্ন, ওকে যে বিজেপি দলে নিতে চায় এটা বিজেপির কে কবে বলেছে?

    এদিন শুভেন্দুবাবু বলেন, ‘ওকে বিজেপিতে যোগদান করতে কে বলেছে? ভারতীয় জনতা পার্টির এত দুর্দিন হয়নি যে গোটা ভারতবর্ষে ২১টা রাজ্যে ক্ষমতায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে নিতে হবে। সমস্ত এগজিট পোল উটলপালট করে মোদীজির নেতৃত্বে দল একের পর এক নির্বাচনে জিতছে। বিজেপি কেন ওই পচা মালকে নেবে? কে বলেছে? কবে কথা হয়েছে? কে কাকে জানিয়েছে? এসব ফালতু, চোর ডাকাত। ১১র পরে আসা মাল। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বড়বড় লেকচার। ও কোন কলেজের গেটে রাজনীতি করেছে? ক’টা কেস খেয়েছে?’

    বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভায় অভিষেক বলেন, ‘‌আমি অন্য ধাতুতে তৈরি। মানুষের কাছে যাব, মাথানত করে কাজ করব। কিন্তু বিজেপির বশ্যতা স্বীকার করার লোক আমি নই। খবরে রটিয়ে দেওয়া হচ্ছে, আমি নাকি বিজেপিতে যাব। খবরের সব মিথ্যা। আমার গলা কেটে দিলেও সেই কাটা গলা দিয়েই বেরোবে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’‌।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)