• দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, স্কুটির আরোহীকে পিষে দিল লরি
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা। শুক্রবার সকালে একটি স্কুটিকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। ওই ধাক্কায় স্কুটির দুই আরোহী ছিটকে সেতুর রাস্তায় পড়ে যান। লরির চাকায় পিষ্ট হন স্কুটির পিছনে থাকা আরোহী। গুরুতর জখম হন স্কুটি চালকও।

    মৃতের নাম মনোজ সাউ(৪০)। তিনি হাওড়া থানা এলাকার বনবিহারী বোস রোডের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুটি নিয়ে মনোজ সাউ এবং তাঁর ভাই অমরনাথ সাউ বাড়ি থেকে বেরিয়েছিলেন শুক্রবার সকালে। অমরনাথের শ্বশুর কলকাতার বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। শুক্রবার সকালে শ্বশুরের মৃতদেহ শববাহী গাড়িতে নিয়ে ফিরছিলেন অমরনাথ। তিনি স্কুটিতে ছিলেন। স্কুটির পিছনে ছিলেন তাঁর ভাই মনোজ। দ্বিতীয় হুগলি সেতুতে তাঁদের স্কুটিকে একটি লরি ধাক্কা মারে। স্কুটিটি চালাচ্ছিলেন অমরনাথ, পিছনে বসেছিলেন মনোজ। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় মনোজের। অল্পের জন্য প্রাণে বাঁচেন অমরনাথ। মনোজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    ওই লরিটি বেপরোয়া ভাবে চালানো হচ্ছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে লরিটিকে চিহ্নিত করা গিয়েছে। ঘাতক লরি এবং চালকের খোঁজ করছে পুলিশ। সাউ পরিবারে শোকের ছায়া। ওই লরি চালকের কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা।

    পথ নিরাপত্তার জন্য একাধিক প্রচার মূলক কর্মসূচির উদ্য়োগ নেওয়া হয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তারপরেও চালকদের বেপরোয়া গাড়ি চালানোয় লাগাম টানা যাচ্ছে না।

  • Link to this news (এই সময়)