• নদিয়ায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু ব্যবসায়ীর, প্রতিবাদে রাস্তা অবরোধ
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নদিয়ার পলাশিপাড়ায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক ব্যবসায়ীর। প্রতিবাদে রাস্তা অবরোধ, বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম আশরাফ শেখ (৪০)। তাঁর বাড়ি পলাশিপাড়ার কুলগাছিতে। শুক্রবার সকালে রাজ্য সড়ক ধরে তিনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সাইকেলের পিছনে মুরগী বোঝাই ঝুড়ি ছিল। তিনি মুরগি বিক্রি করতে যাচ্ছিলেন।

    ওই সময় একটি ডাম্পার তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন আসরাফ। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশরাফকে ধাক্কা মেরে জোরে গাড়ি চালিয়ে পালিয়ে যান ডাম্পার চালক। এলাকার ট্রাফিক পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ও তার প্রতিবাদে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয় লোকজন।

    খবর পেয়ে ঘটনাস্থলে যায় মীরা ফাঁড়ির পুলিশ। তারা বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানায়। পুলিশের আশ্বাসে উঠে যায় পথ অবরোধ।

  • Link to this news (এই সময়)