একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে দ্রুত চালু করার দাবিকে সামনে রেখে সিপিএম, সিপিআই, সিপিআই (এম-এল) লিবারেশন, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের কৃষি-শ্রমিক এবং মজদুর সংগঠনগুলি যৌথ সম্মেলন থেকে এক যোগে সরব হল। মৌলালি যুবকেন্দ্রে বৃহস্পতিবার ‘গ্রামীণ শ্রমজীবী কনভেনশনে’ যোগ দিয়েছিলেন তুষার ঘোষ, নিরাপদ সর্দার, সজল অধিকারী, তপন গঙ্গোপাধ্যায়, ফরিদ মোল্লা, মিহির পাল-সহ সংশ্লিষ্ট সংগঠনগুলির নেতৃত্ব।
সভা শুরুর আগে মৌলালি মোড়ে জব-কার্ড হাতে কর্মনিশ্চয়তা প্রকল্পে কাজের দাবিতে সরব হয়েছিলেন কয়েকশো খেতমজুর। এরই পাশাপাশি আলুর সহায়ক মূল্য ন্যূনতম ১৩০০ টাকা করার দাবিতে আজ, শুক্রবার রাজ্য জুড়ে পথ অবরোধের ডাক দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। সংগঠনের রাজ্য শাখার তরফে অমল হালদার, কার্তিক পালেরা জানিয়েছেন, সকাল ১১টা থেকেএক ঘণ্টার রাস্তা অবরোধ করা হবে নানা জায়গায়।