সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় ধৃত SUV-র চালক বাবলু যাদবকে শুক্রবার হাজির করানো হয় আদালতে। সেই সময়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মুখ খোলেন বাবলু। জানান ঘটনার পর কেন সামনে আসেননি তিনি।
পুলিশের দাবি, রবিবার রাতে গাড়ি চালাচ্ছিলেন বাবলুই। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ দিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে। যদিও ঘটনায় এখনও অধরা তার চার সঙ্গী। এদিন আদালতের পথে বাবলু জানান, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, তাই সামনে আসছিলেন না।
রবিবার পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় চন্দননগরের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। মৃতের পরিবার ও তাঁর গাড়িতে থাকা চালক-সহ বাকিরা বাবলুর গাড়ি থেকে কটূক্তি ও ইভটিজিং করা হচ্ছিল বলে অভিযোগ করেন। অভিযোগ ওঠে, সুতন্দ্রাদের গাড়িকে তাড়া করেছিল বাবলুর গাড়ি। ওই গাড়িতে বাবলুর কয়েকজন সঙ্গীও ছিল বলে অভিযোগ। সুতন্দ্রাদের চালকের অভিযোগ, রেষারেষি ও ধাক্কার কারণেই তাঁদের গাড়ি উল্টে যায়। মাথায় বেকায়দায় আঘাত লেগে মারা যান সুতন্দ্রা।
অন্যদিকে পুলিশের দাবি, পানাগড়ে পুরোনো জিটি রোডে রাইসমিল গলির সামনে সুতন্দ্রার গাড়িই বাবলুর সাদা ক্রেটা গাড়িকে ধাওয়া করছিল। সেই দাবির স্বপক্ষে সিসিটিভি ক্যামেরায় ফুটেজও দেখায় পুলিশ। বাবলুর গ্রেপ্তারের পর সুতন্দ্রার মৃত্যুর ঘটনায় আরও কোনও তথ্য উঠে আসে কি না সেই দিকেই নজর সকলের।