• শোভনের সঙ্গে ডিভোর্স মামলার বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ নয়, হাইকোর্টে ধাক্কা রত্নার
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • কলকাতা হাইকোর্টে খারিজ রত্না চট্টোপাধ্যায়ের আবেদন। নিম্ন আদালতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলার বিচার প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে কড়া নেড়েছিলেন রত্না চট্টোপাধ্যায়। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না উচ্চ আদালত। শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে। তিনি নির্দেশ দেন, অতি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নিম্ন আদালতকে। 

    উল্লেখ্য, ২০১৭ সালে রত্না চট্টোপাধ্যায়ের থেকে ডিভোর্স চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই মামলার প্রেক্ষিতে শোভনের পক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। রত্নার তরফেও সাক্ষ্য দেন চার জন। কিন্তু রত্না চট্টোপাধ্যায় নিম্ন আদালতে আর্জি জানান, তাঁর পক্ষের আরও কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হোক। কিন্তু তাতে সাড়া দেয়নি আদালত। এরপরেই বিবাহ বিচ্ছেদের মামলার বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে মামলা করেন রত্না। কিন্তু এ বার সেই আবেদন খারিজ করল উচ্চ আদালত। 

    হাইকোর্টের নির্দেশ, শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবীকে হুমকি-সহ অসম্মানের অভিযোগে শুক্রবার বিকেল ৪টের মধ্যে রত্না চট্টোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে।  সেই নথি হলফনামার মাধ্যমে জমা করতে হবে হাইকোর্টে।

  • Link to this news (এই সময়)