• আদিবাসীদের অবরোধে বর্ধমানের দেওয়ান দিঘি মোড়ে ব্যাপক যানজট
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • এক আদিবাসী যুবককে মারধরের অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পূর্ব বর্ধমানের দেওয়ান দিঘি মোড়ে অবরোধ ভারত জাকাত মাঝি পরগনা মহলের। ঘটনাস্থলে বর্ধমান থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বর্ধমান-কাটোয়া ও বর্ধমান-নবদ্বীপ রোডে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে,পূর্ব বর্ধমানের পালিতপুর আদিবাসী পাড়ার শ্যামলাল হেমব্রম ও তার ছেলে সুখেন্দু হেমব্রমের মধ্যে পারিবারিক বিবাদ হয়। সেই সময়ে দুষ্কৃতীরা সুখেন্দু হেমব্রমের উপর আক্রমণ করে। দুষ্কৃতীদের মারে সুখেন্দু হেমব্রমের হাত ভেঙে যায়। এই ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তারও করেছে।

    অবরোধকারীদের দাবি, আদিবাসী আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক ধারায় মামলা করতে হবে। এই দাবিতে শুক্রবার সকাল ৯টা থেকে বর্ধমান-কাটোয়া রোডের দেওয়ান দীঘি মোড়ে রাস্তা অবরোধে নামে ভারত জাকাত মাঝি পরগনা মহল।

    বর্ধমান থানার পুলিশ অবরোধকারীদের কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে। পুলিশের আশ্বাসে অবরোধ কিছুক্ষণের জন্য ফের বেলা ১১টায় অবরোধে সামিল হন অবরোধকারীরা।

    এ দিকে, অকাল বৃষ্টির জেরে চরম সমস্যায় জেলার আলু চাষিরা। কুইন্ট্যাল পিছু ১৩০০ টাকা সহায়ক মূল্যে চাষিদের থেকে আলু কেনার দাবিতে শুক্রবার বাঁকুড়ার পুয়াবাগানে ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করলেন প্রাদেশিক কৃষক সভার সদস্যরা। প্রায় আধ ঘন্টা ধরে চলা এই অবরোধের জেরে বাঁকুড়া-পুরুলিয়া ৬০নং জাতীয় সড়কে ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

  • Link to this news (এই সময়)