আজকাল ওয়েবডেস্ক: বিদ্যাসাগর সেতুতে পথ দুর্ঘটনায় মৃত এক। মৃত ব্যক্তি হাওড়ার বাসিন্দা বলে জানা গেছে। আহত আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে হেস্টিংস থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মনোজ শাহ। বয়স ৪৫। হাওড়ার বাসিন্দা মনোজ ও তাঁর ভাই শুক্রবার স্কুটি করে কলকাতার বড়বাজারে কর্মস্থলে আসছিলেন। স্কুটি চালাচ্ছিলেন মনোজ। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান দু’জনেই। দু’জনের মাথাতেই হেলমেট ছিল। পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোর আগেই পিছন থেকে আসা একটি মালবাহী গাড়ি ধাক্কা মারে দুই ভাইকে। ছিটকে পড়েন দু’জনে।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় হেস্টিংস থানা ও বিদ্যাসাগর সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মারা যান মনোজ। অপর ভাই স্থিতিশীল বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। সেতুর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ঘাতক গাড়িটির খোঁজ করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।