মুর্শিদাবাদে উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক, পুলিশের জালে মা ও ছেলে...
আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিল মা ও ছেলে। গা ছমছম অন্ধকারে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে দু’জনে জানিয়েছিল ‘ভূত’ দেখে ভয় পেয়েছে তারা। পুলিশকেই বলেছিল তাদের বাড়ি পৌঁছে দিতে। পুলিশকে ফাঁকি দিয়ে অভিনব কায়দায় হেরোইন পাচার করতে গিয়ে বৃহস্পতিবার রাতে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে প্রায় ৬০০ গ্রাম হেরোইন সহ ধরা পড়ল মা এবং ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মানোয়ারা বিবি (৪৫) এবং রকি শেখ (২৪)। বাড়ি লালগোলা থানার ছামাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা অসম থেকে হেরোইন নিয়ে বিভিন্ন গাড়ি পাল্টে প্রথমে ওমরপুর আসে। তারপর সেখান থেকে বাসে করে লালগোলা যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কের উপর ওমরপুর থেকে গ্রেপ্তার করে তাদের।
রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে ওমরপুরে বাংলা গেস্ট হাউস সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি শুরু করে। সেই সময় এক মহিলা এবং যুবককে অত্যন্ত ‘ভীত’ অবস্থায় এবং মুখে কিছু বিড়বিড় করে যেতে দেখে সন্দেহ হয় পুলিশের। দু’জনে পুলিশকে জানায় তারা ‘ভূত’ দেখে ভয় পেয়ে গিয়েছে। তাই মন্ত্র পড়ছে। ‘ভূতে’র হাত থেকে বাঁচতে তারা পুলিশের সাহায্য পর্যন্ত চায় বাড়ি যাওয়ার জন্য। কিন্তু ওই নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় প্রায় ৬০০ গ্রাম হেরোইন। পুলিশের দাবি আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
প্রসঙ্গত গত সপ্তাহে রাজ্য পুলিশের এসটিএফ এবং ফরাক্কা থানার পুলিশ অসম থেকে ঝাড়খন্ড পাচারের সময় প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইন আটক করে। গ্রেপ্তার হয়েছিল তিন জন।
রঘুনাথগঞ্জ ১ বিডিও জানিয়েছেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ওমরপুর থেকে এক যুবক এবং এক মহিলাকে গ্রেপ্তার করেছে। সম্পর্কে তারা মা ও ছেলে। তাদের কাছ থেকে অত্যন্ত উন্নতমানের প্রায় ৬০০ গ্রাম হেরোইন জাতীয় মাদক পাওয়া গিয়েছে।’
তিনি আরও জানান, ‘পাচারকারীরা সম্ভবত উত্তরবঙ্গ থেকে হেরোইন নিয়ে বাসে করে লালগোলা যাওয়ার জন্য ওমরপুরে এসেছিল। ধৃতদের শুক্রবার বহরমপুরে এনডিপিএস আদালতে তোলা হবে।’
হেরোইন পাচারের এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।