• সকালবেলায় ক্ষেতে গিয়ে পেলেন দুঃসংবাদ, মাথায় বাজ পড়ল আউশগ্রামের কৃষকদের ...
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে চুরি হয়ে গেল পাম্পসেটের যন্ত্রাংশ। সমস্যায় পড়লেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের কৃষকরা। শিবদা ও দেয়াশা গ্রামের কৃষকরা ক্ষেতে গিয়ে দেখেন মাঠের ২১টি সাবমার্শিবল পাম্পের স্টার্টার বোর্ডের যন্ত্রাংশ ও কেবল চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। 

    জানা গিয়েছে, শিবদা শিবপাড়া কৃষি সমবায় সমিতির পরিচালনায় ওই চাষের জমিতে রয়েছে ২৫টি পাম্প। এর মধ্যে ২৪টি চালু আছে। এই পাম্পগুলির উপর নির্ভর করে প্রায় ১,০০০ বিঘা জমির বোরো চাষ হয়েছে। সমবায় সমিতির ম্যানেজার বিপত্তারণ দেয়াসি বলেন, যন্ত্রাংশ চুরি হওয়ার জন্য এই মুহূর্তে ১৮টি পাম্প বন্ধ। ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার। গোটা বিষয়টি তিনি গুসকরা পুলিশ ফাঁড়ির নজরে এনেছেন বলে জানিয়েছেন। চাষের এই ভরা মরসুমে এই ধরনের ঘটনায় বড়সড় ক্ষতির মুখে কৃষকরা। কারণ, বোরো চাষের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল লাগে। 

    আউশগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চ্যাটার্জি বলেন, 'এলাকায় এরকম চুরি কখনও হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত মেরামত করে যাতে পাম্পগুলি চালু করা যায়। আশ্বাস দিয়ে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)