আচমকাই গায়ে তরল আগুন, পড়শি গৃহবধূকে যা করে বসল যুবক, খড়দায় হাড়হিম করা কাণ্ড
আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দিনেদুপুরে গৃহবধূর গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল পড়শি যুবকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এলপি কলোনি এলাকায়। পুলিশ হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুজিত দেবনাথ। প্রকাশ্যে গৃহবধূর ওপর অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূ ও ও সুজিত একই বাড়িতে পাশাপাশি দু'টি ঘরে ভাড়া থাকেন। সুজিত দমদমের একটি কারখানায় কাজ করে। দিন কয়েক আগে সে বাড়ি ফিরেছে। এদিন দুপুরে ওই গৃহবধূ উঠোনে বাড়ির কাজ করছিলেন। হাতে অ্যাসিডের বোতল নিয়ে সুজিত আচমকা পিছন দিক থেকে ওই বধূর ওপর হামলা চালায়। তাঁর মুখে ও গায়ে অ্যাসিড ঢেলে দেয়। তীব্র যন্ত্রণায় ওই গৃহবধূ চিৎকার শুরু করেন।
মাকে বাঁচাতে ছুটে আসে ওই বধূর কিশোর ছেলে। অভিযোগ, সুজিত তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন তড়িঘড়ি সেখানে ছুটে যান। তার আগেই অবশ্য সুজিত সেখান থেকে চম্পট দেয়। প্রতিবেশীরা ওই গৃহবধূকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকের জানিয়েছেন, অ্যাসিডে ওই গৃহবধূর মাথা মুখ ও শরীরের বেশ কয়েক জায়গা ঝলসে গিয়েছে।
আক্রান্ত গৃহবধূর স্বামী রহড়া থানায় হামলাকারী সুজিত দেবনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ওই যুবককে গ্রেপ্তার করেছে। আক্রান্ত বধূর স্বামী বলেন, 'আমাদের সঙ্গে সুজিতের কোনও বিরোধ ছিল না। কেন আমার স্ত্রীর ওপর সুজিত অ্যাসিড হামলা চালাল বুঝতে পারছি না। আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। সুজিতের শাস্তি চাই।'
স্থানীয় কাউন্সিলর চিন্ময় দাস বলেন, 'ঘটনাটা শুনেছি। বাসিন্দারা আমাকে জানিয়েছেন, হামলাকারী যুবক সুজিত দেবনাথ ভালো ছেলে নয়। আমাদের এলাকায় এই ধরনের ঘটনা অতীতে কখনও হয়নি। পুলিশকে ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি। অপরাধ কোনওভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।'