'পেটের জন্য অনেক কিছুই করতে হয়,' অভিষেকের মুকুল-মন্তব্যে শুভ্রাংশুকে কটাক্ষ দিলীপের
আজ তক | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
তৃণমূলের মেগাসভায় ছেলের সামনে মুকুল রায়কে 'বেইমান' বলেন দল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। বিজেপির কৌস্তভ বাগচীর সোশ্যাল মিডিয়া পোস্টে জ্বল জ্বল করছে শুভ্রাংশুর হাসি মুখের ছবি। যা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। এই প্রেক্ষিতে শুভ্রাংশুকে নিশানা করে 'পেটের জন্য অনেক কিছুই করতে হয়' বলে মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
নিউটাউন সিটি সেন্টার টু-তে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার শুভ্রাংশু প্রসঙ্গে তিনি বলেন, "পেটের জন্য অনেক কিছুই করতে হয়। কে বেইমান, কে কী আমাদের জানার দরকার নেই। এ সমস্ত লোকেরা আমাদের দলেও এসেছিল, চলেও গেছে। আমরা কাউকে বেইমান বলিনি। রাজ্য রাজনীতিতে কেউ আসছে কেউ যাচ্ছে। বিজেপি এদের ওপর নির্ভর করে না। কিন্তু যারা কংগ্রেসের সঙ্গে বেইমানী করে তাদের তৃণমূল তৈরি করেছে।"
এদিকে 'ভুয়ো ভোটার' নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এ প্রসঙ্গে দিলীপ বলেন, "ভোটার নিয়ে আলোচনার পিছনে তৃণমূলের চক্রান্ত আছে। প্রত্যেক বিধানসভায় পাঁচ থেকে দশ হাজার বাংলাদেশি ভোটার এনে ভোট করানো হবে এই চক্রান্ত চলছে। তাই আগে থেকে উল্টো দিয়ে রাখছেন। তিনি যে ভয় পেয়েছেন বোঝা যাচ্ছে। কুম্ভ, সনাতনের বিরোধিতা করছেন। হিন্দুদের উৎসবের ছুটি কেটে মুসলিমদের দিচ্ছেন। পশ্চিমবঙ্গে হিন্দুরা মহারাষ্ট্র, হরিয়ানার মতো করে দেবে। তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে ঢোকানো হচ্ছে। হিন্দু ভোট যে ওনার বিরুদ্ধে যাবে বোঝা যাচ্ছে।"
প্রসঙ্গত, বৃহস্পতিবার আয়োজিত সেই মহাসমাবেশ থেকে অভিষেক বলেন, "দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, সেই মুকুল, শুভেন্দুদের আমি চিহ্নিত করেছিলাম।" তাঁর আরও দাবি, "অনেকেই সংবাদমাধ্য়মের আলোয় ভেসে থাকার জন্য দলকে ছোট করছেন। আমি মুখপাত্র-সাংসদ-বিধায়ক, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে দলের ক্ষতি করবেন না।" এমনকি এদিন দলে থেকে কারা ‘দলবিরোধী’ কাজ করছেন, সেই বিষয়েও যে খোঁজ রেখেছেন তিনি, তাও সাফ জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।