নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মীসভায় ভাষণ দিতে গিয়ে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে বেইমান বলে উল্লেখ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভাতেই উপস্থিত ছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ও। শুভ্রাংশুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে হাসিমুখে তাঁকে ছবি তুলতে দেখা গিয়েছে। এই ছবি অভিষেকের মন্তব্যের আগে না পরে তোলা হয়েছে তা যদিও পরিষ্কার নয়। এখানেই প্রশ্ন, বাবাকে বেইমান বলায় শুভ্রাংশুর প্রতিক্রিয়া কী?
বৃহস্পতিবার তৃণমূলের মেগা সমাবেশ থেকে শৃঙ্খলারক্ষায় দলের নেতা-কর্মীদের বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'বেইমান' মুকুল-শুভেন্দুকে তিনিই চিহ্নিত করেছেন বলে দাবি করেন। অভিষেক বলেন, 'অনেকেই সস্তায় সংবাদমাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন। এগুলো করবেন না। যে দলকে ভালবাসে সে কোনওদিন দলীয় শৃঙ্খলার বাইরে যাবে না। আমি এমএলএ, সাংসদ, মুখপাত্র, আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা, এটা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। যারা এসব করছে একদিকে ভাল হয়েছে, তাদের চিহ্নিত করা গিয়েছে। বিগত দিনে যারা দলের সঙ্গে বেইমানি করেছিল, সেই মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের চিহ্নিত করার কাজটা আমিই শুরু করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সঙ্গে বেইমানি করে, এদের চিহ্নিত করে লেজেগোবরে করে বাংলা ছাড়ার দায়িত্ব আমি নিলাম।'
মুকুল রায় কেমন আছেন?
অভিষেকের মন্তব্য নিয়ে bangla.aajtak.in কথা বলেছিল মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে। তিনি ও তাঁর বাবা এখন তৃণমূলেই আছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে তাঁরা দু'জনেই পুরনো দলে ফিরে আসেন। মুকুল রায়ের স্বাস্থ্যের অবস্থার বিষয়ে শুভ্রাংশু বলেন, 'ডাক্তারি ভাষায় কোমার অনেকগুলি স্টেজ আছে। বাবা অলমোস্ট কোমার দিকে। হাত পা নাড়াতে পারেন না, কথা বলতে পারেন না। কোনও সেন্স নেই। মাঝে মাঝে তাকাচ্ছেন। খুব কম। মাঝে মাঝে খিঁচুনি হচ্ছে। রাইস টিউবে খাওয়ানো হচ্ছে। শুধুই নিঃশ্বাস নিচ্ছেন।'
অভিষেকের মন্তব্যে যা বললেন
অভিষেকের মন্তব্য মুকুল পুত্র বলেন, ' আমার কোনও প্রতিক্রিয়া নেই। তৃণমূল কংগ্রেস একটি পরিবার। পরিবারের মধ্যে অনেকের মধ্যেই নানা খারাপ ভাল সম্পর্ক থাকে। অভিষেক যথেষ্ট সম্মান করেন আমার বাবাকে। তাঁদের মধ্যে কী হয়েছে, সেটা তাদের ব্যাপার। আর এ বিষয়ে বলার আমার এক্তিয়ার নেই। দলের মুখপাত্র বলতে পারবেন।'