Sodepur Train Accident: ভয়ংকর দুর্ঘটনা সোদপুরে। শিয়ালদহ মেইন লাইন শাখার সোদপুর স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত ২। দুর্ঘটনার পর দেহ ৭টি স্টেশন টেনে নিয়ে গিয়ে থামল ট্রেন। ট্রেনের ধাক্কায় প্রাণ হারান এক মহিলা ও সঙ্গী কিশোরী। ওই কিশোরীর দেহ ৭টি স্টেশন টেনে নিয়ে যায় ট্রেন। নৈহাটি স্টেশনে ট্রেন দাঁড়ানোর পর উদ্ধার হয় সেই দেহ।
জানা গিয়েছে, মধ্যবয়সী এক মহিলা ও বছর ষোলোর এক কিশোরী লাইন পারাপার করছিলেন। রেললাইন পেরিয়ে ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৪ নম্বরে যাচ্ছিলেন ওই মহিলা ও কিশোরী। সেইসময়ই ওই লাইনে চলে আসে । দ্রুত গতিতে আসা হাটে বাজারে এক্সপ্রেস সজোরে ধাক্কা মারে ওই মহিলা ও কিশোরীকে। ট্রেনের ধাক্কায় ওই মহিলা ছিটকে পড়েন রেললাইনে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় তার দেহ।
ওদিকে ধাক্কা মারার পর ওই কিশোরীর দেহ আটকে যায় ট্রেনের ইঞ্জিনে। নৈহাটি স্টেশনে গিয়ে ট্রেন দাঁড়ানোর পর দেখা যায় ইঞ্জিনের কাউক্যাচারের হুক থেকে ঝুলছে কিশোরীর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আরপিএফে। আরপিএফ এসে দেহটি উদ্ধার করে। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ওই কিশোরীর নাম কোয়েল রায়। সোদপুরের রানি রাসমণি নগরের বাসিন্দা কমল রায়ের মেয়ে কোয়েল।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News