জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আলিপুর আদালতের বিচারককে নির্দেশ কলকাতা হাইকোর্টের। রত্নার আবেদনের বিপক্ষে রায় হাইকোর্টের। অযথা মামলা পিছিয়ে দেওয়ার আবেদন গ্রহণ না করে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর। বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী ছাড়াই বিচারপ্রক্রিয়া শুরু করেছে আলিপুর আদালত। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রত্না চট্টোপাধ্যায়।
আলিপুর আদালতের বিচারকের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। রায়ে জানালেন বিচারপতি ভট্টাচার্য। নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। সেই নিয়ে শুক্রবার শুনানিতে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য জানান, আলিপুর আদালতের বিচারক যে সিদ্ধান্ত নিয়েছেন এক্ষেত্রে, তা সঠিক। তাতে কোনও রকম হস্তক্ষেপের প্রয়োজন নেই।
বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বক্তব্য, "আদালতের ভিতরে দু'পক্ষের আইনজীবীরা সওয়াল-জবাবের সময় অনেক কথাই বলেন । কিন্তু সেটা নিয়ে আদালতের বাইরে জলঘোলা করা কাম্য নয়।"