• তৃণমূলে ব্যাপক রদবদলের ইঙ্গিত! নেত্রী মমতা বললেন...
    ২৪ ঘন্টা | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • প্রবীর চক্রবর্তী: তৃণমূলে আসন্ন ব্যাপক রদবদল! আর তার ইঙ্গিত রয়েছে তৃণমূলের মেগা মিটে নেত্রীর ভাষণেই। ঘাসফুল শিবিরের অন্দরে কান পাতলেই এখন তেমনটাই শোনা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল, তৃণমূলে সাংগঠনিক স্তরে রদবদল নিয়ে। তবে সেই রদবদল যে নেতাজি ইন্ডোরে মেগা মিটের মঞ্চেই হবে না, সেটাও নিশ্চিত হয়ে গিয়েছিলেন দলীয় নেতৃত্ব। আর তাতেই যেন হাঁফ ছেড়ে বাঁচতে চাইছিলেন কিছু নেতা? 

    মেগা মিটের পরই নতুন জল্পনা ছড়ায়, তবে কি তৃণমূলে সাংগঠনিক রদবদল হচ্ছে না? দলীয় স্তরে সাংগঠনিক রদবদলের সম্ভাবনা বা ভবিষ্যৎ কী বিশ বাঁও জলে? আর এখানেই তৃণমূলের একটা অংশ বলছে, না মোটেই না! দলীয় সূত্র বলছে, রদবদল হচ্ছেই! বড়সড় রদবদল হতে চলেছে তৃণমূলে! আজ বা কাল! কারণ স্বয়ং নেত্রী-ই নেতাজি ইন্ডোরে তাঁর ভাষণে রদবদলের ইঙ্গিত দিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন।

    নেতাজি ইন্ডোরে মেগা মিটের মঞ্চে কী বলেন তৃণমূল নেত্রী? মমতা বলেন, “যারা ভালো কাজ করছেন, তাঁদের পদোন্নতি করব আমরা। আর যারা শুধু বিবৃতি দেন, মানুষের পাশে থাকেন না, দলের বদনাম করেন, তাঁদের জন্য আমার কোনও দয়ামায়া নেই।” সুতরাং রদবদল কিছু একটা ঘটতে চলেছে। আর পারফরম্যান্সের বিচারেই সেই রদবদল ঘটতে চলেছে বলে সূত্রের খবর। 

    কারণ দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে যে রিপোর্ট জমা দিয়েছেন, সেখানেও মূল কথা একটাই, পারফরম্যান্স। আর নেত্রীও বললেন, সেই পারফরম্যান্সের কথা-ই! এবার প্রশ্ন, তবে কবে রদবদল? দলীয় সূত্র বলছে, যে কোনওদিন! তবে কোনও আনুষ্ঠানিক সভা করে ঘোষণা নয়। শুধু নোটিফিকেশন জারি করা হবে। আর সেই নোটিফিকেশন জারির মধ্যে দিয়েই ঘটে যাবে রদবদল। বেশ কিছু জায়গায় যে রদবদল হচ্ছেই! এটা নিশ্চিত।

  • Link to this news (২৪ ঘন্টা)