• কমিশনকে কালিমালিপ্ত করার অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি শুভেন্দুর
    প্রতিদিন | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ গেরুয়া শিবির। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক ছিল। সদ্য নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনে সকলেই ‘বিজেপির লোকজন’। এছাড়া ভূতুড়ে ভোটার কার্ড নিয়েও ওইদিন ক্ষোভ উগরে দেন মমতা। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের ‘আশীর্বাদে’ ভোটার তালিকায় গরমিল করা হচ্ছে।

    ওই বক্তব্যের প্রতিবাদে সরব শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে লেখেন, “বাংলার মুখ্যমন্ত্রী আপনার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তৃণমূলের অভিযোগ মুখ্য নির্বাচন কমিশনারের পদে বিজেপির তাদের লোক বসিয়েছে। ২০২৩ সালের নতুন আইনের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেলে থাকেন। সেভাবেই আপনার নিয়োগ হয়েছে।” এই মন্তব্যের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনকে কলুষিত করার চেষ্টা চলছে বলেই অভিযোগ শুভেন্দুর। চিঠি লেখার পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা।
  • Link to this news (প্রতিদিন)