• তারাপীঠ মন্দিরে উপরাষ্ট্রপতি ধনকড়, সস্ত্রীক পুজো দিলেন প্রাক্তন রাজ্যপাল
    প্রতিদিন | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নন্দন দত্ত, সিউড়ি: উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পর প্রথমবার বাংলা সফরে এলেন জগদীপ ধনকড়। তারাপীঠে মায়ের কাছে পুজো দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুদেশ ধনকড়।

    শুক্রবার দেশের উপরাষ্ট্রপতির ঝটিকা সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় তারাপীঠ মন্দির চত্বর। সকাল থেকে চরম ব্যস্ততা লক্ষ করা যায় প্রশাসনের। উপরাষ্ট্রপতি যতক্ষণ ছিলেন, ততক্ষণ সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছিল মন্দিরের দ্বার। সকাল সাড়ে দশটা নাগাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো দিতে যান উপরাষ্ট্রপতি। বেশ কিছুক্ষণ মন্দিরের ভিতরে ছিলেন তিনি। ফল, মিষ্টি, আলতা, সিঁদুর দিয়ে মা তারার কাছে পুজো দেন তিনি। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দেশের মানুষের মঙ্গল কামনায় পুজো দিলাম।”

    স্থানীয় প্রশাসনের সঙ্গে মন্দির কর্তৃপক্ষেরও তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কোনওরকম ঝামেলা এড়াতে পাঁচ পুরোহিতের একটি দল তৈরি করা হয়। যাঁদের হাত ধরে পুজো দিয়েছেন উপরাষ্ট্রপতি ধনকড়।

    উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেই সময়কালে শাসক দলের সঙ্গে নরমে-গরমে সম্পর্ক ছিল তাঁর। উপরাষ্ট্রপতি হওয়ার পর কিছুদিন আগে বিধানসভায় এসে বক্তৃতা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এবার তারাপীঠ সফর। এদিন কলকাতায় এসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করেন ধনকড়।
  • Link to this news (প্রতিদিন)