নিরুফা খাতুন: শুক্রবার সকালে বিদ্যাসাগর সেতুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হাওড়ার এক ব্যক্তির। আহত আরও এক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী করে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে হেস্টিংস থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনোজ শাহ। বয়স ৪৫ বছর। তিনি হাওড়ার বাসিন্দা। এদিন মনোজ ও তাঁর ভাই স্কুটি করে কলকাতার বড়বাজারে আসছিলেন। তাঁরা সেখানেই কাজ করেন। স্কুটি চালাচ্ছিলেন মনোজ। সেই সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তাঁরা। দুজনের মাথাতেই হেলমেট ছিল। পড়ে যাওয়ার ধাক্কা সামলাতে না সামলাতেই সেই সময় পিছন থেকে আসা একটি মালবাহী গাড়ি ধাক্কা মারে তাঁদের। ছিটকে পড়েন দু’ভাই।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেস্টিংস থানা ও বিদ্যাসাগর সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা মনোজকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজন চিকিৎসার পর স্থিতিশীল রয়েছেন বলেই খবর।
কী করে দুর্ঘটনা ঘটল তা জানতে সেতুর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। ঘাতক গাড়িটির খোঁজ করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।