• পোষ্যের হাটে! মাছের মাঝে কুণাল ঘোষের মুখ, ছবি দেখে কী বলছে নেটপাড়া?
    হিন্দুস্তান টাইমস | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্য়াল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় তিনি। তিনি একটা ছবি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে চারপাশে মাছের জার। একটা করে জার। আর তার মধ্যে একটা জারের জায়গা ফাঁকা রয়েছে। সেই জারের জায়গায় কুণাল ঘোষের মুখ। সেই ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেই ছবির উপরে তিনি ক্য়াপশান লিখেছেন, স্থান গ্যালিফ স্ট্রিট পোষ্যের হাট। ছবি অভিজিত দাস। আর তার নীচেই দেওয়া রয়েছে সেই ছবি।

    তবে ছবি দেখে তুমুল হাসি নেটপাড়ায়। কেন আচমকা তিনি এমন ছবি দিলেন তা অবশ্য় জানা যায়নি। কুণাল ঘোষ নিজেও এনিয়ে কোনও ব্যাখা দেননি। তবে অনেকের মতে, নিছক মজা করার জন্য নাকি এই ছবির মধ্য়ে রয়েছে অন্য কোনও অর্থ?

    চারপাশে জারবন্দি মাছ। তার মাঝেই একটা জায়গা ফাঁকা। আর সেই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে কুণাল ঘোষের মুখ।

    তবে এই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করতেই নেটপাড়ায় একেবারে তুমুল মস্করা করছেন অনেকে। একজন লিখেছেন, আপনার জন্য একেবারে সঠিক জায়গা। অপর একজন লিখেছেন, এই ছবিটার জন্য আপনাকে ….উপাধি দেওয়া উচিত। অপর একজনের প্রশ্ন ফটো নেওয়ার জন্য় কি একটা জার সরানো হয়েছিল?

    অপর একজন লিখেছেন পোষ্যের হাটে পোষ্য।

    অপর একজন আবার এডিট করে একটি জারের ভেতর কুণাল ঘোষের মুখটা রয়েছে এমন ছবি পোস্ট করেছেন। তবে কেবল যে সকলেই খোঁচা দিয়েছেন এমনটা নয়, অনেকে আবার বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, ফটোটা বেশ মিনিংফুল। ফাইটার আপনি নিশ্চয়ই সে জেলে থাকাকালীন হোক বা তৃণমূলের অন্দরে।

    আসলে অনেকের মতে, যে মাছগুলি এককভাবে জারের মধ্য়ে রয়েছে সেগুলি ফাইটার ফিস। অনেকের বাড়ির অ্যাকোরিয়ামেই এই ধরনের মাছ থাকে। এই ধরনের মাছ অ্য়াকোরিয়ামের মধ্য়ে বেশ ঝামেলা করে বলেই খবর। অর্থাৎ ফাইটার মাছ যে অ্যাকোরিয়ামে থাকে সেখানে একাধিক ছোট মাছের থাকা বেশ বিপজ্জনক হয়ে যায়।

    তবে অনেকে আবার ভালোবাসার চিহ্ন দিয়েছেন কুণাল ঘোষের জন্য। তবে বেশিরভাগ নেট নাগরিকই তীব্র খোঁচা দিয়েছেন। এমন মন্তব্য করেছেন যা যথেষ্ট অপমানজনক বলেই মনে করা হয়। এবার প্রশ্ন তবে কি নেটপাড়ায় কী ধরনের প্রতিক্রিয়া হয় সেটা দেখার জন্যই কি এই ধরনের ছবি পোস্ট করলেন কুণাল ঘোষ? এই উত্তর খোঁজার চেষ্টা করছেন অনেকেই।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)