• মমতার ভূতুড়ে ভোটার নিয়ে কী বলেছে নির্বাচন কমিশন? বিস্ফোরক দাবি শুভেন্দুর
    হিন্দুস্তান টাইমস | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • মুখ্যমন্ত্রীর ভূতুড়ে ভোটার ঢোকানোর অভিযোগ ভুয়ো। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। শুক্রবার রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে বেরিয়ে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর এই অভিযোগ ভুয়ো ও রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত।

    এদিন শুভেন্দুবাবু বলেন, ‘আর মুখ্যমন্ত্রী হরিয়ানার যে তথ্য দিয়েছেন নির্বাচন কমিশন জানিয়েছে ভুল তথ্য। কমিশন বলেছে, আইডি নম্বর এক হলেও নাম আলাদা। আমরা দিল্লিতে বলেছি। সংশোধন করে দিতে। মুখ্যমন্ত্রীর অভিযোগ ভুয়ো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কোনও কারণে প্রিন্টিং মিসটেক আছে হয়তো। সেটা আমরা সংশোধন করে দেব।’ তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী যে ৯টি নাম দিয়েছেন প্রমাণিত হয়েছে সবগুলো ভুয়ো। এপিক নম্বর এক হতে পারে কিন্তু প্রত্যেক ভোটারের নাম আলাদা।’

    বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় সভায় বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করে রাজ্যে ভুয়ো ভোটারদের নাম তোলার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন একই এপিক নম্বরে পশ্চিমবঙ্গে ও হরিয়ানায় ভোটার রয়েছে। একই রকম সমস্যা ধরা পড়েছে গুজরাত, রাজস্থান, পঞ্জাবের ক্ষেত্রেও।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)