ভূতুড়ে ভোটার হিসাবে রোহিঙ্গা মুসলমানদের নাম তালিকায় তুলছে তৃণমূলই: শুভেন্দু
হিন্দুস্তান টাইমস | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের ভূতুড়ে ভোটার হিসাবে নাম তুলছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার কলকাতায় ভারপ্রাপ্ত রাজ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সাদ শেখের মতো জঙ্গির নাম যারা ভোটার তালিকায় তুলেছেন সেই সরকারি আধিকারিকদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
এদিন শুভেন্দুবাবু বলেন, মাননীয় সাদ শেখ কোথাকার ভোটার। তিনি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও প্রমাণিত জঙ্গি। তিনি ২৩ সালের পঞ্চায়েত ও ২৪ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভোট দিলেন কী করে? যে বিএলও ওনার নাম সুপারিশ করে তুলেছে কাগজ বার করতে হবে। হরিহরপাড়ার বিডিও অফিসের যে আধিকারিক শুনানি করে ওনার নাম ভোটা তালিকায় তুলে দিয়েছেন জেলাশাসকের সই করিয়ে এই লোকগুলোকে সামনে আনতে হবে।'
শুভেন্দুবাবু অভিযোগ করেন, ‘পশ্চিমবঙ্গে ভূতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। ৯টা সীমান্তবর্তী জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার ও রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করতে হবে। এটা জনগণের দাবি।’
বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় সভায় বিজেপির বিরুদ্ধে রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম তোলার অভিযোগ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই এপিক নম্বরে পশ্চিমবঙ্গ ও হরিয়ানায় ভোটার রয়েছে বলে দাবি করেন তিনি। এমনকী বহিরাগতদের ট্রেনে করে এনে বিজেপি ভোট দেওয়াবে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।