• ‘কেন তাহলে আগে ইভটিজিংয়ের দাবি করল?’ চালকের দাবিতে পাল্টা প্রশ্ন সুতন্দ্রার মায়ের
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • পানাগড় কাণ্ডে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় পাঁচদিন পর নয়া দাবি চালক রাজদেও শর্মার। শুক্রবার তিনি দাবি করেন, সুতন্দ্রার কথাতেই তিনি বাবলু যাদবের সাদা এসইউভি-কে ধাওয়া করেছিলেন। একইসঙ্গে তাঁর দাবি, ‘কোনও ইউটিজিংয়ের ঘটনা ঘটেনি। চালকের নয়া বয়ান শুনে ক্ষুব্ধ ও হতবাক সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায়। তাঁর প্রশ্ন তাহলে আগে ওরকম বয়ান দিয়েছিল কেন?’

    তনুশ্রী প্রশ্ন তুলছেন, ‘কিছুই না হলে তাহলে আগে আলাদা বয়ান দিয়েছিল কেন?এখন আবার নতুন করে এক ধরনের বয়ান। তখন ওরা বলেছিল, যদি মাঝখানে গাড়ি থামাতাম তাহলে ম্যাডামকে ওরা গাড়িতে থেকে নামিয়ে নিতো। এখন হঠাৎ করে কথার মধ্যে এতটা ফারাক আসছে কেন সেটাই আমাকে ভাবিয়ে তুলছে।’ সুতন্দ্রার মায়ের দাবি, পুলিশের খতিয়ে দেখা উচিত কেন বদলাল হল বয়ান।

    শুক্রবার নতুন করে চালক রাজদেও শর্মা দাবি করেছেন, সুতন্দ্রার কথাতেই তিনি গাড়ির গতিবেগ বাড়িয়ে বাবলু যাদবের এসইউভিকে ধাওয়া করেছিলেন। সেই মন্তব্য শুনে ক্ষোভে ফেটে পড়েন মৃতা তরুণীর মা। তিনি বলেন, ‘এতদিন বাদে এই কথা বলছে কেন? আমার মেয়ে যদি বলে থাকে জোরে গাড়ি চালিয়ে ওই গাড়িটাকে ধরতে তাহলে একজন ড্রাইভারের কী কর্তব্য! চালকের উচিত ছিল যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করা। মালিকের কথা শুনে জোরে গাড়ি চালিয়ে মালিককেই মেরে দিল। এর আগে তো গাড়ি চালক বা অন্য যাত্রীরা কখনই বলেনি যে সুতন্দ্রা গাড়ি জোরে চালাতে বলেছিল।’

    বয়ান বদলানো নিয়ে সন্দিহান সুতন্দ্রার মা। তাঁর দাবি, দুই গাড়িতেই যারা ছিল তাদের প্রত্যেককেই জেরা করা হোক। পুলিশের বয়ান মিলিয়ে দেখা উচিত শীঘ্র। তাঁর মতে, ‘সত্য উদঘাটনের জন্য সবাইকেই ধরতে হবে। কয়েক সেকেন্ডের সিসিটিভি ফুটেজে সত্যিটা সামনে আসতে পারে না। গাড়ি অনেকক্ষণ ধরে ছুটেছে। সেই ফুটেজ কোথায়? দুটো গাড়িতে যারা ছিল, তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনা হোক। হঠাৎ করে বয়ান বদলের কারণ কি?’

    একইসঙ্গে মৃতার মা বলছেন, এরাই সোমবার বলেছিল, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সাদা এসইউভি চালক। এমনকী অপর গাড়ি থেকে সুতন্দ্রাকে কটূক্তিও করা হয়েছিল। অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়েছিল। কিন্তু এফআইআর কেন এর উল্লেখ হল না, সেই নিয়ে প্রশ্ন তুলছেন সুতন্দ্রার মা। সব মিলিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হল পানাগড় কাণ্ডে।

    রবিবার পানাগড়ের ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। দুর্ঘটনার পর অভিযোগ ওঠে, অপর গাড়িটি থেকে কটূক্তি ও ইভটিজিং করা হচ্ছিল তাঁকে। অভিযোগ ওঠে, সুতন্দ্রাদের গাড়িকে তাড়া করেছিল বাবলুর গাড়ি। সুতন্দ্রাদের চালকের অভিযোগ, রেষারেষি ও ধাক্কার কারণেই তাঁদের গাড়ি উল্টে যায়। মাথায় বেকায়দায় আঘাত লেগে মারা যান সুতন্দ্রা।

  • Link to this news (এই সময়)