চাষের মরশুম। মাঠের কাছে সময়ে সেচ খুব প্রয়োজনীয়। বোরো চাষে নিয়মিত জল লাগে। কিন্তু শুক্রবার সকালে মাঠে গিয়ে মাথায় হাত পড়েছে চাষিদের। কারণ সেচের জন্য যে পাম্প সেটগুলি ছিল, সেগুলি চুরি গিয়েছে। ১-২টি পাম্প সেট নয়। ২ টি গ্রাম মিলিয়ে মোট ১৮টি পাম্প সেট এক রাতে চুরি করে পালিয়েছে চোরের দল। পূর্ব বর্ধমানের শিবদা ও দেয়াশা গ্রামের ঘটনা।
শিবদা ও দেয়াশা গ্রামের মূল বোরো চাষিদের বাস। এখানে বিস্তীর্ণ জমিতে বোরো চাষ হয়ে থাকে। জমির পাশেই বেশ কিছু সাবমার্শিবল পাম্প সেট রাখা থাকে। এগুলির মধ্যে কয়েকটি সমবায়। বাকি সবগুলিই ব্যক্তিগত। বিস্তীর্ণ এলাকার জমিতে বোরো চাষের জন্য পাম্প দিয়ে জলসেচ খুবই গুরুত্বপূর্ণ। এই বছর ডিভিসির জল পাওয়া যায়নি, ফলে চাষের জন্য এই পাম্পগুলির উপর বেশি করে ভরসা করতে হচ্ছে কৃষকদের। সেই সময়েই চুরি গেল ১৮টি পাম্প। শুধু পাম্প সেটই নয়, চুরি গিয়েছে বাকিও আরও কিছু যন্ত্রাংশ। জমির পাশে লাগানো বেশ কিছু বোর্ড ভাঙা হয়েছে। চুরি গিয়েছে বিপুল সংখ্যক তারও।
চাষিদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে চোরের দল এই কাণ্ড করেছে। এতগুলির পাম্প সেট চুরি গিয়েছে, ফলে এর পিছনে চোরের বড় কোনও দল রয়েছে বলে অভিযোগ তাঁদের। গোটা ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় চাষি পূর্ণচন্দ্র দাস, বিশ্বনাথ বাগদিরা জানান, এক-একটি পাম্প ২০-২৫ বিঘা জমিতে চাষের কাজে লাগে। সেই হিসেবে ক্ষতির পরিমাণ বিরাট। তাঁদের অভিযোগ, এই মাঠে পাহারা থাকে না। কিন্তু আগে কখনও এমনভাবে চুরি যায়নি বলে তাঁদের অভিযোগ। হঠাৎ এমন ক্ষতির মুখে পড়ে তাঁরা দিশেহারা।