বেসরকারি মেডিক্যাল কলেজে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা না অন্যকিছু?...
আজকাল | ০১ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হোস্টেল থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতা সুপ্রিয়া কোটাল (২৩) পান্ডবেশ্বরের উপর পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘির একটি বেসরকারি মেডিক্যাল কলেজে। মৃতা কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। এদিন দুপুর বারোটা নাগাদ ওই ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান কলেজ কর্তৃপক্ষ। হোস্টেলের মধ্যেই নিথর অবস্থায় তাঁর দেহ ঝুলছিল। কলেজের তরফে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে কলেজ কর্তৃপক্ষ ও অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
খবর দেওয়া হয় মৃতার বাড়িতে। তাঁর পরিবারের লোকজন কলেজে চলে আসেন। এদিন পরিবারের একটি সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা সংক্রান্ত কোনও একটি বিষয়ে সমস্যা হয়েছিল সুপ্রিয়ার। এরপরেই শুক্রবার এই বিপত্তি ঘটে গেল। ছাত্রী মৃত্যুর এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষও অন্ধকারে। তাঁরাও মৃত্যুর কারণ বুঝে উঠতে পারছেন না বলে জানা গিয়েছে। কলেজের তরফে ইন্দ্রনীল মল্লিক নামে জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। গোটা বিষয়টি তারা তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে।