• শুরু হল আন্তর্জাতিক পুতুল নাটক উৎসব, প্রথমদিনেই মন কাড়ল দর্শকদের ...
    আজকাল | ০১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক পুতুল নাটক উৎসবের প্রথমদিনেই দর্শকদের মুগ্ধ করল নানা অভিনব পুতুল প্রদর্শনী। আয়োজক সংস্থা 'দ্য পাপেটিয়ার্স'। এর আগে বর্ধমান জেলায় জাতীয় পুতুল নাটক উৎসব আয়োজিত হলেও, এবারই প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

    সংস্কৃতি প্রেক্ষাগৃহে এক অভিনব পরিবেশনা, যেখানে মাছের আকারের পুতুলগুলো এক অ্যাকোয়ারিয়ামের মতো পরিবেশ সৃষ্টি করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাশ, পৌরপ্রধান পরেশ সরকার, রাজ্য অ্যাকাডেমির সচিব হৈমন্তি চট্টোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব বিপিন কুমার, যোগেন্দ্র চৌবে, আশিস গোস্বামী এবং কল্লোল ভট্টাচার্যসহ বিশিষ্ট ব্যক্তিরা।

    উৎসবের দ্বিতীয় পর্ব গোবরডাঙাতেও অনুষ্ঠিত হবে। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত চলবে এই উৎসব। এতে অংশ নেবে অসম, ত্রিপুরা-সহ অন্যান্য রাজ্যের পুতুল নাটকের দল।

    উৎসব পরিচালক পার্থপ্রতিম পাল জানান, "বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে নাটক প্রদর্শিত হবে। পাশাপাশি থাকবে সেমিনার ও পুতুল তৈরির কর্মশালা। প্রথমদিনে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার পাশাপাশি ইতালির পুতুল নাটকের প্রদর্শনীও ছিল। এছাড়াও প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ হবে।"
  • Link to this news (আজকাল)