• গুরগাঁও-এর স্টার্টআপ থেকে মাত্র ২০ দিনে বরখাস্ত, রেডিট পোস্টে কর্মীর অভিযোগে সাড়া পড়ল নেট-দুনিয়ায়
    আজকাল | ০১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাত্র ২০ দিন চাকরিতে থাকার পর গুরগাঁওয়ের একটি স্টার্টআপ থেকে বরখাস্ত হওয়ার অভিযোগে এক কর্মীর রেডিট পোস্ট ঘিরে ব্যাপক আলোড়ন পড়েছে। রেডিটের r/Delhi কমিউনিটিতে শেয়ার করা এই পোস্ট ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। কর্মীর অভিযোগ, তাকে "অহংকারী" ও "মাটির কাছাকাছি না থাকার" অভিযোগ তুলে বরখাস্ত করা হয়েছে।

    পোস্টে কর্মী জানিয়েছেন, চাকরির তৃতীয় দিনেই তাঁর বস তাঁকে বলেছিলেন যে তাঁর "মনোভাবের সমস্যা" রয়েছে এবং এভাবে তারা একসঙ্গে কাজ করতে পারবেন না। কর্মী আরও লিখেছেন, "আমি গুরগাঁওয়ের একটি স্টার্টআপে যোগ দিয়েছিলাম এবং তৃতীয় দিনেই আমার বস আমাকে বলেন যে আমি নিচু মনের, আমার মনোভাবের সমস্যা রয়েছে এবং এভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারব না। আমি বুঝতে পারিনি কেন তিনি এমন বলছেন, তবুও বলেছিলাম আমি আমার মনোভাব ঠিক করব।”

    পরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। পোস্টে তিনি দাবি করেন, তিনি এবং আরও দুই নতুন কর্মী মাঝে মাঝে একসঙ্গে চা-বিরতি নিতেন, যা অফিস কর্তৃপক্ষ পছন্দ করেনি। তাঁদেরকে "গ্রুপবাজি না করতে" সতর্ক করা হয়। এরপর অভিযোগ আসে তিনি সঠিক সময়ে অফিস ছাড়ছেন না। কর্মীর দাবি, তাঁকে বলা হয়েছিল, "তুমি ঠিক ৭টায় অফিস ছাড়ছ, এটা ভালো নয়।"

    ২০তম দিনে তাঁকে তাঁর ডেস্কের বদলে পরিচালক বা মালিকের কেবিনে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়। কর্মী সম্মতি দিলেও, সেদিন সন্ধ্যায় ৭টায় তিনি এক সহকর্মীর অফিস থেকে চলে যাওয়া দেখতে চাইলে তাঁর বসের মেজাজ খারাপ হয়ে যায় এবং তাকে তৎক্ষণাৎ বরখাস্ত করতে বলা হয়।

    পোস্টে কর্মী আরও উল্লেখ করেছেন, তাঁর বরখাস্ত হওয়ার পরপরই আরেক নতুন কর্মীকেও ছাঁটাই করা হয়। তিনি শ্রম কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং অফিস থেকে বরখাস্তপত্র পেতে দেরি হচ্ছে বলেও অভিযোগ করেছেন। তবে পোস্টে কর্মী কোম্পানির নাম প্রকাশ করেননি, কারণ শ্রম কমিশনের আপডেটের জন্য তিনি অপেক্ষা করছেন। নেটিজেনদের মতে, ওই কর্মী একটি বিষাক্ত কর্মস্থল থেকে রেহাই পেয়েছেন।
  • Link to this news (আজকাল)