• প্রথাগত উপায়ে নয়, জীবনের শিক্ষাকেই প্রাধান্য দিলেন এই দম্পতি ...
    আজকাল | ০১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক ঃ বিদ্যালয়ের পুঁথিগত শিক্ষাকে এক প্রকার তুড়ি মেরে উড়িয়ে , আনস্কুলিং পদ্ধতির ওপর ভরসা রাখলেন কলকাতার দম্পতি। প্রত্যেক বাবা মা তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিরাট চিন্তায় থাকেন। সেকারনেই উপার্জনের বড় অংশ সন্তানের পড়াশোনার জন্য খরচ করে দেন অনেক মা-বাবাই । কিন্তু সম্প্রতি নেটমাধ্যমের শিরনামে এমন এক দম্পতির প্রসঙ্গ উঠে এসেছে, যারা তাঁদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে একদমই রাজি নন। জীবন গড়ার প্রশিক্ষণ দিতেই সন্তানদের নিয়ে তাঁরা ঘুরে চলেছেন নানা দেশে। বাস্তব আভিজ্ঞতাকে  শিক্ষণের একমাত্র অস্ত্র বলে মনে করেন এই দম্পতি।

    শেহনাজ ট্রেজারি নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই দম্পতির সাক্ষাৎকার নিয়ে তা সমাজমাধ্যেমে পোস্ট করেন।ভিডিওটি নেটিজেনদের মধ্যে রীতিমত আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সাক্ষাৎকারে দম্পতি জানিয়েছেন , শিশুদের স্কুলেই যাওয়াই এক প্রকার সময় নষ্ট। তাঁদের মতে, আভিজ্ঞতাই মানুষ গড়ার একমাত্র উপায়।আনস্কুলিং প্রশিক্ষণের গোটা প্রক্রিয়া জানাতে গিয়ে দম্পতি বলেন, ওয়ার্কশপ এবং আরও ছোট ছোট কিছু ক্লাসের মাধ্যমে সন্তানদেরকে প্রশিক্ষণ দেন তাঁরা। এছাড়া তাঁরা আরও জানান, ভ্রমণের মাধ্যমে ইতিহাস শেখা যায়।অন্যাদিকে ক্রিকেট  অঙ্ক শিখতে সাহায্য করে।ভিডিওর ক্যাপশনে ইনফ্লুয়েন্সার  আনস্কুলিং এবং হোমস্কুলিং-এর মধ্যে তফাত ব্যাখা করেছেন। কমেন্টে নেটিজেন পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ কেউ দম্পতির  এই অভিনব চিন্তাকে  সমর্থন করেছেন। আবার তাঁদের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
  • Link to this news (আজকাল)