• West Bengal Voter Scam | ভুতুড়ে ভোটার নিয়ে তোলপাড় রাজ্য! এরই মধ্যে কী কাণ্ড জলপাইগুড়িতে ....
    ২৪ ঘন্টা | ০১ মার্চ ২০২৫
  • প্রদ্যোত দাস, জলপাইগুড়ি: ভুতুড়ে ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী গতকালই ক্ষোভ প্রকাশ করেছিলেন নেতাজি ইনডোর স্টেডিয়ামের কর্মিসভায়। কর্মিসভা থেকে ফেরার পর গতকালই কালীঘাটে নিজের বাড়িতে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম এবং ভবানীপুরের সব কাউন্সিলররা। দু' সপ্তাহের মধ্যে স্ক্রুটিনি করে তাঁর কাছে ভোটার লিস্ট জমা দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য-রাজনীতি এই মুহূর্তে 'ভুতুড়ে ভোটার' নিয়ে তোলপাড়। সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন বুথের ভোটার লিস্ট খতিয়ে দেখতে। তাঁর অভিযোগ এই রাজ্যে পাঞ্জাব, হরিয়ানা, বিহার, এসব জায়গা থেকে ভুয়ো নাম ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে। 

    আর এই আবহের মধ্যেই জলপাইগুড়িতে অবাক কান্ড। জলজ্যান্ত ঘুরে বেড়ালেও কেন তাকে ভোটার তালিকায় মৃত দেখানো হলো তা বুঝে উঠতে পারছেন না প্রাক্তন শিক্ষক অনুপ কুমার ভৌমিক। সশরীরে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন শিক্ষক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। অবসরপ্রাপ্ত এই শিক্ষকের নাম বাদ ভোটার তালিকায়। পরিবারের বাকিদের নাম থাকলেও ভোটার তালিকা থেকে তার নাম ডিলিট হয়ে যাওয়ায় ক্ষুব্ধ জলপাইগুড়ির পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভোটার তালিকা থেকে কেন তার নাম বাদ দেওয়া হয়েছে তা জানতে চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। গিয়েছেন স্থানীয় কাউন্সিলর-এর কাছেও।

    যদিও সার্ভে করার সময় যে ভুল হয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। তিনি বলেন, 'ওই ব্যক্তির নাম আবার ভোটার তালিকায় উঠে যাবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে।'এই ঘটনায় অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ( AERO )  এবং বুথ লেভেল অফিসার ( BLO)  এর বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে চলেছে ব্লক প্রশাসন বলে জানান, জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার। এটা জুড়ে দিতে বলল রিপোর্টার। উল্লেখ্য, বঙ্গ বিজেপি আজ শুভেন্দু অধিকারী নেতৃত্বে ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, 'আধার এবং এপিক লিংক করে ব়েশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলায় নির্বাচন করতে হবে'।

     

     

     

  • Link to this news (২৪ ঘন্টা)