• স্ত্রী লাফিং ক্লাবে, ফাঁকা বাড়িতে ভয়ংকর কাণ্ড বৃদ্ধের! নিজের গলায়..
    ২৪ ঘন্টা | ০১ মার্চ ২০২৫
  • তথাগত চক্রবর্তী: স্ত্রী তখন লাফিং ক্লাবে। বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে নিজেরই গলি নলি কাটার চেষ্টা করলেন বৃদ্ধ! আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি হাসপাতালে। চাঞ্চল্য় দক্ষিণ নরেন্দ্রপুরে।

    পুলিস সূত্রে খবর, ওই বৃদ্ধের নাম মানস চৌধুরী। নরেন্দ্রপুরেত সাহাপাড়ায় স্ত্রী নন্দিতার সঙ্গে থাকেন তিনি। ওই দম্পতির দুই ছেলে। কিন্ত তাঁরা কেউ-ই বাবা-মায়ের সঙ্গে থাকে না। এক ছেলে সেনাবাহিনীতে কর্মরত, আর এক ছেলে দুবাইয়ে থাকেন। রোজ সকালে লাফিং ক্লাবে যান স্বামী-স্ত্রী। কিন্তু আজ নন্দিতা গেলেও, মানস যাননি। বাড়িতে একাই ছিলেন তিনি। তখনই ওই বৃদ্ধা ধারালো অস্ত্র দিয়ে নিজের গলার নলি কাটার চেষ্টা করেন বলে অভিযোগ।

    লাফিং ক্লাব থেকে ফিরে ঘরে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন নন্দিতা। তাঁর চিত্‍কারে ছুটে আসেন প্রতিবেশীরা। আসে নরেন্দ্রপুর থানার পুলিস। ওই বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে।  কী কারণে এমন ঘটনা? খতিয়ে দেখছে পুলিস।

    এর আগে, নরেন্দ্রপুরে নিজের ছেলে শ্বাসরোধ করে খুন করেছিল মা-ই! পুলিসে জেরার মুখে অপরাধ স্বীকারও করেন তিনি। ঘটনাটি ঠিক কী?স্থানীয় ওই এলাকার বাসিন্দা প্রসেনজিৎ ও তনুজার দুই ছেলে। বছর দু’য়েক আগে দেড় বছরের ছোট ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়। বড় ছেলে দেবজিৎ মণ্ডল স্থানীয় প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত। ওই দিন সকালে ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে যান প্রসেনজিৎ। বাড়িতে মায়ের সঙ্গে ছিল দেবজিৎ। তখনই ছেলেকে খুন করেন মা। খুনের পর ছেলের দেহ বাড়িতে রেখে থানায় চলে যান তিনি। প্রথনে সোনারপুর থানায় যান। সেখান থেকে তাঁকে নরেন্দ্রপুর থানায় পাঠানো হয়। সেখানেই আত্মসমর্পণ করেন তিনি।

     

  • Link to this news (২৪ ঘন্টা)