অয়ন ঘোষাল: মাঝে কমেছিল, ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কত? সিলিন্ডার প্রতি ৬ টাকা! দাম ছিল ১৯০৭ টাকা, হল ১৯১৩ টাকা। ১ মার্চ থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত দাম। রান্নার গ্যাসের দাম অবশ্য অপরিবর্তিতই থাকছে।
১ ফ্রেরুয়ারি সংসদের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটের ঠিক আগেই কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তখন সিলিন্ডার প্রতি দাম ৭ টাকা কমেছিল, এবার বেড় গেল ৬ টাকা। এর আগে, গত বছর অর্থাত্ ২০২৪ সালে ৬২ টাকা বেড়েছিল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। এরপর দাম কমে নতুন বছরের শুরুতেই।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তালিকা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে ১৯ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হয়েছিল ১,৭৪৯.৫ টাকা। জানুয়ারিতে ছিল ১,৭৫৬ টাকা। আবার জানুয়ারিতে চেন্নাইয়ে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯৬৬ টাকা। সেটা ফেব্রুয়ারিতে কমে ১,৯৫৯.৫ টাকায় ঠেকে। জানুয়ারি মাসে ১৪.৫০ টাকা কমেছিল প্রত্যেক সিলিন্ডারের দাম। এবার ফেব্রুয়ারি মাসে সিলিন্ডারের দাম আরও ৭ টাকা কমল।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News