• খেজুরির সমবায় নির্বাচনে সব আসনেই জয় তৃণমূলের, ধরাশায়ী বিরোধীরা
    এই সময় | ০১ মার্চ ২০২৫
  • পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় নির্বাচনে জয় তৃণমূলের। এগরা, কাঁথির পর এ বার খেজুরি। ফের সমবায়ের নির্বাচনে ধরাশায়ী বিরোধীরা। 

    শুক্রবার খেজুরি- ১ ব্লকের লাক্ষী সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল। কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা ৯টি। সবক’টি আসনই জিতে নেয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। একটি আসনেও জিততে পারেনি বিরোধীরা। 

    এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি আগেও তৃণমূলের দখলে ছিল। সংশ্লিষ্ট সমবায় যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্থাৎ লাক্ষী গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। ফলে সমবায়ের সবক’টি আসন দখল করে বাড়তি অক্সিজেন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। সমবায়ের মেয়াদ শেষ হয় প্রায় এক বছর আগে। এর পর থেকে প্রশাসক নিয়োগ ছিল। সমবায়ের মোট ভোটার সংখ্যা ৬৪০ জন। যার মধ্যে ভোট পড়েছে মোট ৫৮০টি। শুক্রবার বিকেলে তৃণমূলের বিপুল জয়ের খবর ছড়িয়ে পড়তেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন কর্মী সমর্থকরা।

    ব্লক তৃণমূল সভাপতি অরূপ দাস বলেন, ‘রাজ্যের সমবায় গুলিতে যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে, তাতে মানুষ তৃণমূলের উপরেই ভরসা রাখছে। আগামী দিনে এই সমস্ত এলাকায় বিজেপির অস্তিত্ব আর থাকবে না।’ তবে সমবায় নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ এনেছে বিজেপি। খেজুরির বিজেপি নেতা তাপস কুমার দোলাই বলেন, ‘ সমবায়গুলি নিজেদের দখলে রাখতে ভয় দেখিয়ে প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে। যার ফলে এই ধরনের ফল হচ্ছে।’

  • Link to this news (এই সময়)