হস্টেল থেকে উদ্ধার নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ। পশ্চিম বর্ধমানের কাঁকসার মলাদিঘির একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ঘটনা। মৃতার নাম সুপ্রিয়া কোটাল (২৩)। পাণ্ডবেশ্বরে তাঁর বাড়ি।
হস্টেল সূত্রে খবর, শুক্রবার দুপুর ১২টা নাগাদ তাঁর নিজের ঘর থেকেই সুপ্রিয়ার দেহ উদ্ধার হয়। এর পরেই তাঁর পরিবারের লোকেদের খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় থানাতেও। মেডিক্যাল কলেজের তরফে ইন্দ্রনীল মল্লিক বলেন, ‘‘আমরা বিষয়টি থানায় জানিয়েছি। পুলিশ তদন্ত করে দেখছে।’’
পরিবারের লোকেদের দাবি, সম্প্রতি কোনও একটি পরীক্ষায় সুপ্রিয়া পাশ করতে পারেনি। তা নিয়ে মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন তিনি। তার মধ্যেই এই ঘটনা।
পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুপ্রিয়ার বন্ধুবান্ধবদের সঙ্গে কথা তাঁর সম্পর্কে জানার চেষ্টা চলছে। সুপ্রিয়া আত্মহত্যা করেছেন না কি মৃত্যুর নেপথ্যে অন্য কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।