হেরোইন পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন মা-ছেলে। পুলিশের চোখে ধুলো দিয়ে মাদক পাচারের ছক কষেও সফল হলেন না তাঁরা। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে ৬০০ গ্রাম হেরোইন-সহ পাকড়াও হয়েছেন দু’জন। ধৃতদের নাম মনোয়ারা বিবি এবং রকি শেখ। মনোয়ারার বয়স ৪৫ এবং রকি ২৪ বছরের। তাঁদের বাড়ি লালগোলা থানার ছামাপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ধৃতেরা অসম থেকে হেরোইন নিয়ে প্রথমে ওমরপুর আসেন। সেখান থেকে বাসে চেপে তাঁদের যাওয়ার কথা ছিল লালগোলা। কিন্তু তাদের কাছে মাদক পাচারের খবর ছিল। গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে ১২ নম্বর জাতীয় সড়কে চলছিল নাকা তল্লাশি। অভিযোগ, রঘুনাথগঞ্জ থানা এলাকায় পুলিশকে দেখে ফন্দি করে পালানোর চেষ্টা করেন অভভিযুক্তেরা। শেষমেশ ওমরপুর থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশের দাবি, আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া ওই হেরোইনের মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। গত সপ্তাহেই রাজ্য পুলিশের এসটিএফ এবং ফরাক্কা থানার পুলিশ অসম থেকে ঝাড়খণ্ডে পাচারের সময় প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত করেছে। গ্রেফতার করা হয়েছিল তিন জনকে।
বৃহস্পতিবারের হেরোইন উদ্ধারের ঘটনা প্রসঙ্গে তদন্তকারীরা জানান, পাচারকারীরা সম্ভবত উত্তরবঙ্গ থেকে হেরোইন নিয়ে বাসে করে লালগোলা যাওয়ার জন্য ওমরপুরে এসেছিলেন। ধৃতদের শুক্রবার বহরমপুরে এনডিপিএস আদালতে হাজির করানো হয়। তাঁদের হেফাজতে নিয়ে এই পাচার চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজ চালাবে পুলিশ।