প্রেমের ফাঁদে ফেলে সিঙ্গাপুর থেকে মালদহের যুবককে মুর্শিদাবাদে এনে তাঁর সর্বস্ব লুটের অভিযোগ উঠল ‘সদ্য বিবাহিত স্ত্রী’র বিরুদ্ধে। অভিযোগ নিয়ে বহরমপুর থানায় দ্বারস্থ হলেন যুবক। ঘটনার তদন্তে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, আদতে মালদহের বাসিন্দা ওই যুবক আইআইটি দিল্লিতে পড়াশোনা করতেন। সম্প্রতি তিনি সিঙ্গাপুরে গবেষণার কাজ করছিলেন। যুবকের অভিযোগ অনুযায়ী, ‘ঠগিনী’র সঙ্গে তাঁর আলাপ সমাজমাধ্যমে। তরুণী জানিয়েছিলেন তিনি লন্ডনে থাকেন। তবে বাড়ি মুর্শিদাবাদে। সমাজমাধ্যম এবং ফোনে কথাবার্তা বাড়তে থাকে তাঁদের। ওই ভাবে মাস ছয়েক প্রেম করার পর তরুণী তাঁকে ভারতে আসতে ‘প্ররোচিত’ করেন।
যুবকের দাবি, পরিচয় ভাঁড়িয়ে তাঁকে ডেকে এনে গোপনে বিয়েও করেছিলেন ওই তরুণী। কিন্তু বিয়ের কয়েক দিনের মধ্যেই বিপদে পড়েছেন তিনি। অভিযোগ, ‘স্ত্রী’ তাঁর কাছ থেকে নগদ তিন লক্ষ টাকা, ল্যাপটপ, মোবাইল থেকে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সমস্ত গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে পালিয়েছেন। পুলিশকে তিনি এ-ও জানিয়েছেন, কলকাতা বিমানবন্দরে নামার পর গাড়ি করে তাঁকে বহরমপুরে নিয়ে গিয়েছিলেন ওই তরুণী। কিন্তু দু’জনে মিলে সংসার শুরু করার কিছু দিনের মধ্যে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। তার মধ্যেই তাঁর টাকা এবং জিনিসপত্র নিয়ে পালিয়েছেন তরুণী।
বহরমপুর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারীর কাছে আরও কিছু তথ্য চাওয়া হয়েছে। অভিযুক্ত তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। এখন তিনি কোথায় রয়েছেন, সেটাও বার করার প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।