ও আমার হাতে - পায়ে ধরেছিল, তিন জন সাক্ষী আছে, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
হিন্দুস্তান টাইমস | ০১ মার্চ ২০২৫
তাঁকে বেইমান বলায় পালটা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন ২০২০ সালের ডিসেম্বর মাসে কার্যত তাঁর পায়ে ধরেছিলেন অভিষেক। এমনকী অভিষেকের দিন ফুরিয়ে এসেছে বলেও দাবি করেন তিনি।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘পয়লা ডিসেম্বর ২০২০ শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এক তৃণমূলকর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত - পা ধরেছিলেন। সাক্ষী অধুনা বিহারের জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর, ওনার দলের সাংসদ বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ওনার দলের সাংসদ বর্ষীয়ান নেতা সৌগত রায়। তিনটে সাক্ষী দিয়ে গেলাম। আমি ২০২০ সালের ১৭ ডিসেম্বর বিধায়ক পদ থেকে পদত্যাগ করি। ১৯ ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহজির হাত থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করি।’
এর পর শুভেন্দুবাবু বলেন, ’১৮ জানুয়ারি ২০২১ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে বলেন, নন্দীগ্রাম আমার ছোট বোন, ভবানীপুর আমার বড় বোন। আমি এখানে দাঁড়াব। সেদিন রাতেই দিল্লির নেতৃত্ব বলে, আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য।’
অভিষেককে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, ‘মাননীয় ভাইপো বাবু। আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে। আমি তোলাবাজ ভাইপো বলি। আপনি এসেছেন ২০১১র পরে। সাজানো বাগানে ফুল তুলতে। আপনার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে। আপনি আকাশে থাকেন, চার্টার্ড ফ্লাইট আর হেলিকপ্টারে। আপনার পরিণতি কী হবে আপনি নিজে দেখতে পাবেন। হাতে গোনা দিন অবশিষ্ট রয়েছে।’