• জিনাতকে ধরায় বন ও পুলিসকর্মীদের মুখ্যমন্ত্রীর শংসাপত্র
    বর্তমান | ০১ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, মানবাজার: বাঘিনি জিনাতকে সফলভাবে খাঁচাবন্দি করে তার আস্তানায় পৌঁছে দেওয়া বনকর্মী ও পুলিসকর্মী সহ প্রশাসনের কর্তাদের মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা শংসাপত্র তুলে দেওয়া হল। শুক্রবার পুরুলিয়ার বান্দোয়ানের কুইল্যাপাল বনবিভাগ চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা সহ পুলিস ও বনদপ্তরের আধিকারিকরা।


    উল্লেখ্য, ওড়িশার সিমলিপাল থেকে জিনাত ঝাড়গ্রাম, বাঁকুড়া, হয়ে পুরুলিয়ায় পৌঁছয়। রেডিও কলারের সাহায্যে তার গতিবিধি জানতে পারে দপ্তর। তবে টোপ দিলেও খাঁচাবন্দি হয়নি জিনাত। তাকে ধরতে কার্যত কালঘাম ছোটে বনকর্মীদের। তবুও তাঁরা হাল ছাড়েননি। রাত দিন এক করে তাঁরা জিনাতকে ধরার চেষ্টা করেন। গত ২৮ ডিসেম্বর বান্দোয়ানের রাইখা পাহাড় থেকে বোরো হয়ে মানবাজার থানা এলাকায় পৌঁছয় জিনাত। তারপরেই বাঁকুড়ার রানিবাঁধের গোঁসাইডি গ্রামের জঙ্গলে জিনাতের গতিবিধি লক্ষ্য করা যায়। সেখানে গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। গত ২৯ ডিসেম্বর ঘুমপাড়ানি গুলি করে জিনাতকে খাঁচাবন্দি করা হয়। সফলভাবে বাঘিনিকে ধরতে সাহায্য করেন পুলিস কর্মীরাও। 


    বাঘিনিকে সফলভাবে ধরায় মুখ্যমন্ত্রী তার প্রশংসা করেন। এদিন মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা শংসাপত্র তুলে দেওয়া হয় ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বনদপ্তর সহ পুলিস ও অন্যান্য আধিকারিকদের। এদিন মোট ৪৬ জনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সুন্দরবন থেকে আগত বাঘিনি ধরার বিশেষ টিমেরও সদস্যদেরও পুরস্কৃত করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)