• নবীণবরণের মাধ্যমে নবাগতদের স্বাগত জানালেন পড়ুয়া, গবেষকরা
    বর্তমান | ০১ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: শুক্রবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গবেষকদের উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম ছিল ‘উড়ান ২০২৫’। এদিনের অনুষ্ঠানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের সঙ্গে অংশ নেন গবেষণার জন্য নিবন্ধীকরণ করা গবেষকরাও। সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন একটি প্রখ্যাত টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠানে অংশ নেওয়া সঙ্গীতশিল্পী সেজুঁতি দাস। অনুষ্ঠানের প্রথম অর্ধে হাজির ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়।


    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর স্তরে ভর্তি হয়েছেন প্রায় ১৪০০ জন ছাত্রছাত্রী। অন্যদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে পা রেখেছেন প্রায় ২০০ জন নতুন গবেষক। তাঁদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া ও গবেষকরা।


    এদিনের অনুষ্ঠানের আয়োজক ছাত্রছাত্রী ও গবেষকদের পক্ষ থেকে প্রসূন রায় বলেন, যাঁরা এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পা রেখেছেন তাঁরা সকলেই বিশ্ববিদ্যালয়ের সম্পদ। আন্তরিকতার ডোরে তাঁদের বাঁধতেই আমাদের এই অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে আমাদের সাহায্য করেছে তাতে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।


    এদিন নবাগত ছাত্রছাত্রীদের স্বাগত জানান উপাচার্য। তাঁদের হাতে গোলাপ ফুল ও উপহারের প্যাকেটও তুলে দেওয়া হয় বর্তমান ছাত্রছাত্রীদের তরফ থেকে। ছিল মধ্যাহ্নভোজনের ব্যবস্থাও। একইভাবে স্বাগত জানানো হয় নবাগত গবেষকদেরও। 


    এদিন সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে হাজির ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা ও আধিকারিকদের অনেকেই। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, দু’জন শিক্ষক এই নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচির আহ্বায়ক ছিলেন। তাঁদের অভিভাবকত্বে ছাত্রছাত্রীরা এদিনের অনুষ্ঠানে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এমন একটি সুন্দর পজরবেশ ও ও মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দেওয়ায় আমরা খুশি।  নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)